Kichhu Manush More Jaay Pochishe Lyrics (কিছু মানুষ মরে যায় পঁচিশে) Saif Zohan
Kichhu Manush More Jaay Pochishe Lyrics
Song: Kichhu Manush More Jaay Pochishe
Singer: Saif Zohan
Music Composer & Lyricist: Saif Zohan
Kichhu Manush More Jaay Pochishe song is sung, composed and written by Saif Zohan. Kichhu Manush More Jaay Pochishe Song Lyrics in Bengali. Kichu manush more jai pochishe lyrics.
কিছু মানুষ মরে যায় পঁচিশে গানটি গেয়েছেন সাইফ জোহান। তিনি নিজেই গানটির সুর করেছেন ও কথা লিখেছেন। কিছু মানুষ মরে যায় পঁচিশে লিরিক্স।
Kichhu Manush More Jaay Pochishe Lyrics in Bengali:
এই মহাকালের বাস্তবতায় যাচ্ছি ক্রমে ডুবে ডুবে
নিজের আড়ালে, নিজেকে লুকিয়ে, হারিয়েছি আমি কবে
জানো কি? তোমাদের মাঝে থেকেও নেই, জানো কি তোমরা সবে?
কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে
কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে
শৈশবের স্বপ্ন গুলো, লিখে রেখেছিলাম ড্রয়িং খাতায়
সময়ের ভাঁজে ভাঁজে, হারিয়ে ফেলেছি সব স্মৃতির পাতায়
শৈশবের ইচ্ছে গুলো, কখন ভুলেছি, করিনি খেয়াল
আমার ছোট্টবেলার, সামনে তুলেছে কে, অদ্ভুত দেয়াল
তবে কি? এভাবেই কাটবে জীবন? এ দেয়াল ভাঙবো কবে?
কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে
ভাবিনি হুট করে সব
স্বপ্নের মুখোমুখি বাস্তবতা
বলার ছিল যে অনেক
শোনার ছিলনা কেউ, কোন কথা
কবে কী? কিভাবে ভাবছে এ মন
সে কথা বলবো কাকে?
কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে
এভাবেই চলছে জীবন
অভিনয় চলছে চাপিয়ে মুখোশ
আয়নায় তাকিয়ে ভাবি
অপরাধ কী আমার, আমার কী দোষ?
বলো কোন? অপরাধে আমাকে?
এভাবে বাঁচতে হবে
কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে
Kichhu Manush More Jaay Pochishe Lyrics in English Transliteration:
Ei mohakaler bastobotay jacchi krome dube dube
Nijer arale, nijeke lukiye, hariyechi ami kobe
Jano ki? Tomader majhe thekeo nei, jano ki tomra sobe?