
Kichu Kichu Kotha Lyrics by Arijit Singh and Kaushiki Chakraborty
About the Song
“Kichu Kichu Kotha” is a beautifully melancholic and poetic duet from the 2015 Bengali movie "Lorai". The song brings together two of the most soulful voices of our time, Arijit Singh and Kaushiki Chakraborty. The haunting melody is composed by Indraadip Dasgupta, with deeply introspective lyrics penned by Prosen.
The song speaks of unspoken words ('Kichu kichu kotha'), quiet aches, and the way nature reflects the inner turmoil of the heart. It paints a picture of memories and feelings that linger like dust on glass, creating a truly atmospheric and moving listening experience. The complete lyrics are provided below.
"কিছু কিছু কথা" লড়াই সিনেমার একটি অত্যন্ত কাব্যিক এবং মনোগ্রাহী গান। অরিজিৎ সিং এবং কৌশিকী চক্রবর্তীর অনবদ্য কণ্ঠে গাওয়া এই গানটির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং কথা লিখেছেন প্রসেন। গানটি না বলা কথা এবং মনের ভেতরের অনুভূতির এক দারুণ প্রতিচ্ছবি।
Kichu Kichu Kotha Lyrics in Bengali
🎶 কিছু কিছু কথা | Kichu Kichu Kotha Song Lyrics
কিছু কিছু কথা
বসে আছে ভিজে
মিছি মিছি ব্যথা
হয় নিজে নিজে।
ঝরে যাওয়া পাতা
জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা
শোনে সে আড়ালে।
আকাশ যখন গাইবে বলে
বাদলেরই গান
বাতাস তখন বয়তে গিয়েও
দেখায় অভিমান, অভিমান।
আকাশ যখন ফিরতি পথের
মন খারাপের সুর
বাতাস তখন নীরব চিঠি
পাঠায় বহুদূর, বহুদূর।
কিছু কিছু ধুলো
জমে আছে কাঁচে
ডাকনাম গুলো
ভীষনই ছোঁয়াচে।
মরে যাওয়া জমি
ভিজে গেলে জলে
চারাগাছ গুলো
কত কি যে বলে।
তোমার এমনি আসা,
এমনি যাওয়া,
এমনি হাজার ছল;
সাজিয়েছো যেন।
তোমার এমনি খেলা
খেয়াল খুশি
করছে কোলাহল;
থামেনি এখনো।
চুপিচুপি দেওয়াল জুড়ে
আঁকছি কত
মনকে মনের খাতা
চুপিচুপি জানতে পেলাম
নিরুদ্দেশে মায়ের চাদর পাতা।
Kichu Kichu Kotha Lyrics in English Transliteration
Frequently Asked Questions:
- Who are the singers of the song 'Kichu Kichu Kotha'?
- The song is a memorable duet sung by two celebrated artists, Arijit Singh and Kaushiki Chakraborty.
- Which movie is the song 'Kichu Kichu Kotha' from?
- This song is featured in the 2015 Bengali sports drama movie 'Lorai', directed by Parambrata Chatterjee.
- What is the meaning or theme of the song?
- The title means "Some Words." The song is a poetic exploration of unspoken feelings, memories, and melancholy. It uses metaphors from nature, like damp words, fallen leaves, and rainclouds, to describe a deep and quiet emotional landscape.
- Who composed the music and wrote the lyrics for this song?
- The haunting music for 'Kichu Kichu Kotha' was composed by Indraadip Dasgupta, and the beautiful, poetic lyrics were written by Prosen.