Ami Ki Tomay Khub Birokti Korchi Lyrics Lokkhiti

  • Movie: Drishtikon
  • Song: Ami ki tomai khub birokto korchi
  • Music: Anupam Roy
  • Lyrics: Anupam roy
  • Singer: Paloma 

Ami Ki Tomay Khub Birokto korchi song is sung by Paloma. Another version of this song is sung by Anupam Roy.

Ami ki tomai khub birokto korchi song lyrics
Ami ki tomai khub birokto korchi

Download: Click Here to download


Ami ki tomai khub birokto korchi
Bole dite paro ta amai song lyrics

Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics in Bengali:


আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায় 
হয়তো আমার কোনো প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোণায়

তুমি বলে দিতে পারো তা আমায়
চিঠি লিখবো না ঐ ঠিকানায়
আমারও তো মন ভাঙে
চোখে জল আসে
আর অভিমান আমারও তো হয়
অভিমান আমারও তো হয়

যদি এই মুঠো ভরা শিউলি ফুল
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও, আমি যাই ছেড়ে

এত কথা বলি
পাখি হয়ে উড়ে যায় সব 
তোমাকেই ছুঁতে পারে না
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পড়ে না

এত কথা বলি
পাখি হয়ে উড়ে যায় সব 
তোমাকেই ছুঁতে পারে না
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পড়ে না 

তাহলে কি আমি কেউ নই
যেন অজানা ভাষায় লেখা বই
আমারও তো মনে হয়
মাঝে মাঝে ছুঁয়ে দেখি
সুযোগ টা পাচ্ছি কই
আমি সুযোগ টা পাচ্ছি কই

যদি মুঠো ভরা শিউলি ফুল
যদি খুলে রাখা কানের দুল
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও, আমি যাই ছেড়ে

আমি কি তোমায় খুব বিরক্ত করছি...

আমি কি তোমায় খুব বিরক্ত করছি লিরিক্স অনুপম রায়:


Ami Ki Tomay Khub Birokto korchi
Bole dite paro ta amai.
Hoytoh amar kono proyojon nei,
Ami lege thaki ekta konai.

Tumi bole dite paro ta amay
Chithi likhbo na oi thikanai.
Amar oh toh mon bhange
Chokhe jol asey
Arr Obhiman amaro toh hoy.
326404665953066090

TRENDING NOW

326404665953066090