Tomake Lyrics Parineeta, Shreya Ghoshal
Song: TomakeMovie: Parineeta
Singer: Shreya Ghoshal
Music: Arko
Lyrics: Arko
Starring: Subhashree, Ritwick
Tomake song is from the Bengali movie "Parineeta". This song is sung by Shreya Ghoshal. Music has been composed by Arko. Lyrics is penned by Arko. Tomake Song Lyrics. Pran dite chai Lyrics. Tomake Song Lyrics From Parineeta movie.
তোমাকে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং অর্কপ্রভ মুখার্জী। তোমাকে গানটি "পরিণীতা" সিনেমার গান। গানটির সুরকার হলেন গায়ক অর্ক নিজেই। তোমাকে গানের কথা।
প্রাণ দিতে চাই, মন দিতে চাই।
সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই,
তোমাকে, ও ও ও তোমাকে।
স্বপ্ন সাজাই, নিজেকে হারায়।
দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই,
তোমাকে, ও ও ও তোমাকে।
জেনেও তোমার আঁখি,
চুপ করে থাকে।
রোজ দুই ফোঁটা যেন,
আরও ভালো লাগে।
গানে, অভিসারে
চাই শুধু বারেবারে,
তোমাকে, ও ও ও তোমাকে।
যেদিন কানে কানে সব বলবো তোমাকে।
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে।
পথ চেয়ে রই, দেরি করো না যতই।
আর ভোলা যাবে না জীবনে কখনোই,
তোমাকে, ও ও ও তোমাকে।
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি।
তুমি আসলে জোনাকি রাশি রাশি।
রাখি আগলে তোমায় অনুরাগে।
বলো কিভাবে বোঝাই ভালোবাসি।
সব চিঠি, সব কল্পনা জুড়ে,
রং মিশে যায় রুক্ষ দুপুরে।
সেই রং দিয়ে তোমাকেই আঁকি।
আর কিভাবে বোঝাই ভালোবাসি।
প্রাণ দিতে চাই, মন দিতে চাই।
সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই,
তোমাকে, ও ও ও তোমাকে।
স্বপ্ন সাজাই, নিজেকে হারায়।
দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই,
তোমাকে, ও ও ও তোমাকে।
পরিণীতা সিনেমার আরও একটি হিট গান: সেই তুমি
Tomake Lyrics in Bengali Parineeta:
প্রাণ দিতে চাই, মন দিতে চাই।
সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই,
তোমাকে, ও ও ও তোমাকে।
স্বপ্ন সাজাই, নিজেকে হারায়।
দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই,
তোমাকে, ও ও ও তোমাকে।
জেনেও তোমার আঁখি,
চুপ করে থাকে।
রোজ দুই ফোঁটা যেন,
আরও ভালো লাগে।
গানে, অভিসারে
চাই শুধু বারেবারে,
তোমাকে, ও ও ও তোমাকে।
যেদিন কানে কানে সব বলবো তোমাকে।
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে।
পথ চেয়ে রই, দেরি করো না যতই।
আর ভোলা যাবে না জীবনে কখনোই,
তোমাকে, ও ও ও তোমাকে।
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি।
তুমি আসলে জোনাকি রাশি রাশি।
রাখি আগলে তোমায় অনুরাগে।
বলো কিভাবে বোঝাই ভালোবাসি।
সব চিঠি, সব কল্পনা জুড়ে,
রং মিশে যায় রুক্ষ দুপুরে।
সেই রং দিয়ে তোমাকেই আঁকি।
আর কিভাবে বোঝাই ভালোবাসি।
প্রাণ দিতে চাই, মন দিতে চাই।
সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই,
তোমাকে, ও ও ও তোমাকে।
স্বপ্ন সাজাই, নিজেকে হারায়।
দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই,
তোমাকে, ও ও ও তোমাকে।
পরিণীতা সিনেমার আরও একটি হিট গান: সেই তুমি
তোমাকে লিরিক্স পরিণীতা:
Pran ditey chai, mon ditey chai.
Sobtuku dhyan sarakhyon ditey chai.
Tomake, O O O tomake.
Swopno sajay, nijeke harai.
Duti noyone roj niye shutey jai.
Tomake, O O O tomake.
Jeneo tomar ankhi,
Chup kore thake.
Roj dui fonta jeno,
Arro bhalo lagey.
Gaane obhisare,
Chai shudhu bare bare
Tomake, O O O Tomake.