Cholo Pakhi Hoy Song Lyrics

Cholo Pakhi Hoy Lyrics

Song: Cholo Pakhi Hoy
Singers: Arman Malik, Palak Muchhal
Composer: Ahmed Humayun
Lyrics: Prosen
Starring: Siam Ahmed, Puja Cherry

Cholo Pakhi Hoy Song has been sung by Armaan Malik & Palak Muchhal. Music composed by Ahmed Humayun. Lyrics written by Prosen. Cholo Pakhi Hoy Song Lyrics. Cholo Pakhi Hoy Lyrics Bangla. Cholo Pakhi Hoi Lyrics.

চলো পাখি হই গানটি হল আরমান মালিক ও পলক মুছাল এর গাওয়া। সুরকার হলেন আহমেদ হুমায়ুন। কথা লিখেছেন প্রসেন। চলো পাখি হই লিরিক্স।

Cholo Pakhi Hoy Lyrics in Bengali:


দেখলে তোমাকে মনে হয়
তুমি ছাড়া আর কেউ নয়
তোমারই আদর দিয়ে মোড়া
আমারই নাছোড় হৃদয়

বলোনা এমন কেন আমি
কেন রোজ পাই পাগলামি
কেন হয় এমন আমার
চোখ বুজলেই শুধু তুমি

চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু ডানায়
যতদূর উড়ে যাওয়া যায়

তুমি যদি বলো কে হারায়
যদি আর খবর না দাও

ধরে নিও আছি এখানেই
এতদিনকার যেখানেই

তবে কেন মিছিমিছি চিন্তা আসে

চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু ডানায়
যতদূর উড়ে যাওয়া যায়

দাও আজ আস্কারা দাও
বদলেতে যা চাইবে চাও

না না কোনো চাওয়া পাওয়া নেই
শুধু তুমি থাকো পাশেই

রোদে রোদে মেঘে মেঘে ঘাসে ঘাসে

চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু ডানায়
যতদূর উড়ে যাওয়া যায়

Cholo Pakhi Hoy Lyrics in English Transliteration:


Dekhle tomake mone hoy
Tumi chara arr keu nai
Tomari aador diye mora
Amari nachhor hridoy

Bolona emon keno ami
Keno roj pai paglami
Keno hoy emon amar
Chokh bujlei shudhu tumi

Cholo pakhi hoy akashe
Gachher daley pashe pashe
Cholo pakhi hoy du danay
Jotodur urey jawa jay
326404665953066090

TRENDING NOW

326404665953066090