Maa Lakshmi Pushpanjali Mantra in Bengali

Maa Lakshmi Pushpanjali Mantra in Bengali

Laxmi Puja is affectionately celebrated by Bengali Hindus, especially by women. The term Laxmi is also pronounced by Lokkhi & Laksmi. Laxmi Puja Mantra in Bengali. Lakshmi Pushpanjali Mantra in Bengali. Lokkhi Puja Mantra in Bengali. Kojagori Lokkhi Puja Mantra in Bengali. Kojagori Lakshmi Puja Mantra in Bengali.

লক্ষ্মী পূজা উদযাপিত হয় পশ্চিমবাংলার হিন্দুদের ঘরে ঘরে।সব রকম নিয়ম কানুন পালন করে পুষ্পাঞ্জলি দেবেন। লক্ষ্মী পূজা পুষ্পাঞ্জলি।

🪷কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ ও সময় (পূর্নিমা শুরু) 

16 অক্টোবর, 2024 তারিখে 08:40 PM

✨কোজাগরী পূজা পূজার মুহুর্ত

11:42 PM থেকে 12:31 AM, 17 অক্টোবর

✨পূর্নিমা শেষ - 17 অক্টোবর, 2024 তারিখে 04:55 PM

🌱💵💰 আর্থিক শ্রীবৃদ্ধির জন্য : 

কোনও ব্যক্তির জীবনে যদি অর্থাভাব লেগে থাকে অথবা উপার্জিত অর্থ স্থায়ী না-হলে শরৎ পূর্ণিমার রাতে লক্ষ্মীর পুজো করুন। এটি কোজাগরী লক্ষ্মী পুজো নামে পরিচিত। তাঁর কাছে ৫টি বা ৭টি কড়ি রেখে দিন। সকালে কোনও লাল বা হলুদ রেশমী কাপড়ে এই কড়ি বেঁধে লকারে রেখে দিতে হবে। এই উপায় লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। এ ছাড়াও আর একটি কার্যকরী উপায় রয়েছে। অর্থাভাব থেকে মুক্তির জন্য লক্ষ্মীকে সুপুরি অর্পণ করুন। লাল মৌলী সুতো দিয়ে সুপুরি মুড়ে তাতে কুমকুম ও অক্ষত লাগিয়ে লক্ষ্মীকে অর্পণ করুন। পরের দিন লকারে রেখে দেবেন। এই উপায়ে আর্থিক সমস্যা দূর হবে।

🌱✨🕉️গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সন্ধে ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে পূর্ণিমা তিথি আরম্ভ। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ। যাঁরা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে লক্ষ্মীদেবীর আরাধনা করবেন, তাঁরা এই সময়েই পুজো করতে পারবেন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার রাত ৮টা ৪১ মিনিটে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ। 

Lokkhi Puja Pushpanjali Mantra in Bengali:


[পুষ্পাঞ্জলি মন্ত্র]

নমস্তে সর্বদেবানং বরদাসি হরিপ্রিয়ে।
যা গতিস্তং প্রপন্নানং স্বা মে ভূয়াত্বদর্চবাৎ।।

[প্রণাম মন্ত্র]

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোহস্তুতে।।

[মা লক্ষ্মীর স্তুতি]

লক্ষ্মীস্তং সর্বদেবানং যথাসম্ভব নিত্যশঃ।
স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।।
বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী।
ক্ষীরোদ সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষবিলাসিনী।।

[মা লক্ষ্মীর স্তোত্র]

ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে।
যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ি স্থিরা।।
ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া।
পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী।
দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেত।
স্থিরা লক্ষ্মীর্ভবেৎ তস্য পুত্রদারারদিভিংসহ।।
326404665953066090

TRENDING NOW

326404665953066090