Esho Maa Lakshmi Boso Ghawre Lyrics
Song: Eso Ma Lakshmi Boso GhareOriginal Singer: Sandhya Mukherjee
Movie: Daabi
Music: Amal Mukherjee
Lyrics: Milti Ghosh
Cover Song Credit
Singer: Aditi Munshi
Eso Ma Lakshmi Boso Ghare song is sung by Sandhya Mukherjee. This song is covered by Aditi Munshi. Eso Ma Lokkhi Boso Ghore song is from the movie "Daabi". Eso Maa Lokkhi Boso ghore Song Lyrics. Eso Ma Lokkhi Boso Ghare Lyrics.
Eso Ma Lakshmi Boso Ghare Lyrics in Bengali:
শঙ্খ বাজিয়ে মা কে ঘরে এনেছি,
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি ।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে,
আমার এ ঘরে থাকো আলো করে ।
এসো মা লক্ষ্মী, বসো ঘরে ।
আমার এ ঘরে থাকো আলো করে ।
এসো মা লক্ষ্মী, বসো ঘরে ।
আমার এ ঘরে থাকো আলো করে ।
আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট,
আমের পল্লব দিলাম জল ভরা ঘট ।
পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে,
ধনধান্যে থাকো আমার এ ঘরে ।
এসো মা লক্ষ্মী, বসো ঘরে ।
আমার এ ঘরে থাকো আলো করে ।
এসো মা লক্ষ্মী, বসো ঘরে ।
আমার এ ঘরে থাকো আলো করে ।
শঙ্খ বাজিয়ে মা কে ঘরে এনেছি,
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি ।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে,
জনম জনম থাকো আমার এ ঘরে ।
এসো মা লক্ষ্মী, বসো ঘরে ।
আমার এ ঘরে থাকো আলো করে ।
এসো মা লক্ষ্মী, বসো ঘরে ।
আমার এ ঘরে থাকো আলো করে ।
এসো মা লক্ষ্মী বসো ঘরে লিরিক্স:
Sankha bajiye maa ke ghawre enechhi.
Sugondhi dhoop jwele ason petechhi.
Prodeep jwele nilam tomay boron kore.
Amar e ghawre thako aalo kore.
Eso Ma Lakshmi Boso Ghare
Amar e ghore thako aalo kore.