Puran Jailkhana Lyrics Arman Alif
Song: Puran JailkhanaSinger: Arman Alif
Music: Sahriar Rafat
Lyrics: Riaz
Label: Agniveena
Puran Jailkhana song is sung by Arman Alif. Music composed by Sahriar Rafat. Lyrics penned by Riaz.
Puran Jailkhana Lyrics in Bengali:
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে চোদ্দ শিকে আমার সীমানা।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ইঁটের দেওয়াল আমার সীমানা,
তার মাঝেরে দেওয়াল ঘড়ি, আমার ঠিকানা ।
বাইরের ঐ লাল-নীল বাতি চোখে পড়ে না
ভাই-বোন আর মা-বাবারেও কতদিন দেখিনা ।
চাঁদের আলো চোখে পড়ে না
সুখের সাক্ষাৎ মন ভরে না ।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা ।
জেলখানার ঐ সেন্ট্রিচট আমারই সম্বল
এখন আমার সঙ্গী হয়েছে কাঁথা আর কম্বল ।
মাসুদ রানা আর আসেনা,
আগের মতো আড্ডা জমে না ।
বন্ধুবান্ধব আর আসে না,
আগের মতো আড্ডা জমে না ।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে দেওয়াল ঘড়ি, আমার সীমানা ।
তার মাঝেরে চোদ্দ শিকে আমার সীমানা।
তার মাঝেরে পুরান ঘরে আমার ঠিকানা ।
পুরান জেলখানা লিরিক্স আরমান আলিফ:
Oi amar puran Jailkhana
Tar majhe re bhanga ghawre amar thikana.
Tar majhere choddo shikey amar simana.
Oi amar puran Jailkhana
Tar majhere innter dewal amar simana
Tar majhere dewal ghawri, amar thikana.