Tui Bihone Lyrics Samz Vai

Tui Bihone Lyrics Samz Vai

Song: Tui Bihone
Singer: Samz Vai
Music: Ankur Mahamud
Lyrics: Samz Vai
Starring: Turjo & Nupur
Label: Eagle Music

Tui Bihone song is sung by Samz Vai. Music composed by Ankur Mahamud. Lyrics penned by Samz Vai.

Tui Bihone Lyrics in Bengali:


কতদিন হয়ে গেল,
তোর সাথে কথা হয় না ।
কতদিন পার হল,
তোর দেখাটাও মেলে না ।

জানিতাম না এমন হবে,
দু'জন দুদিকে যাবে ।
তোর আমার মাঝে হবে,
বাধারই দেওয়াল ।

সময় এত পাষান কেন,
বদলায় মানুষ নতুন কোনো ।
সুখের টানে ভুলে যাই,
কাছের মানুষের খেয়াল ।

এ সময় তুই বিহনে,
কেমন লাগে তুই বুঝবিনা ।
মিছে মায়ার প্রেমের জালে,
বাঁধলি ঠিকই, পাশে রাখলি না ।

আর কী হবে রাত জাগা,
তোর হাতে হাত রাখা ।
আর হবেনা সোনালী সকাল,
তোর আমার সাথে ।

কথা ছিল ছেড়ে যাবে না,
থাকা তোর পাশে হল না ।
ছিল যত ইচ্ছেরা সব,
চোখের জলে ভাসে ।

আমার এ মন জানে,
কত ভালোবাসি তোরে ।
ফেলে আসা স্মৃতিগুলো,
কাঁদায় বারেবারে ।

এ সময় তুই বিহনে,
কেমন লাগে তুই বুঝবিনা ।
মিছে মায়ার প্রেমের জালে,
বাঁধলি ঠিকই, পাশে রাখলি না ।

চাইলে তুই আমার আঁধার ঘরে,
আলো হতে পারতি ।
তুই নেই ভেবে অশ্রুজলে,
যখন হয় রাতদিন ।

আজ কার কোলেতে মাথা রেখে,
সুখের স্বপ্ন দেখিস ।
আজ কাকে ভালোবেসে তুই,
আমায় ভুলে গেছিস ।

এ সময় তুই বিহনে,
কেমন লাগে তুই বুঝবিনা ।
মিছে মায়ার প্রেমের জালে,
বাঁধলি ঠিকই, পাশে রাখলি না ।

তুই বিহনে লিরিক্স:


Kotodin hoye gelo,
Tor sathe kotha hoyna.
Kotodin paar holo,
Tor dekhatao mele na.

Janitam na emon hobe,
Dujon dudike jabe.
Tor amar amar majhe hobe,
Badhari dewal.

Somoy eto pashan keno,
Bodlay manush notun kono.
Sukher taane bhule jai,
Kachher manusher kheyal.

Ei somoy tui bihone,
Kemon lage tui bujhbi na.
Michhe mayar prem er jaley,
Bandhli thiki, pashe rakhli na.
326404665953066090

TRENDING NOW

326404665953066090