Tui Mon Brishti Lyrics Arpan Karmakar
Song: Tui Mon BrishtiSinger: Arpan Karmakar
Music: Avijit & Arpan
Lyrics: Avijit
Starring: Sweta Chakraborty & Arpan Karmakar
Label: Folk Studio Bangla
Tui Mon Brishti song is sung by Arpan Karmakar. This song is composed by Avijit & Arpan.
Tui Mon Brishti Lyrics in Bengali:
তুই মন বৃষ্টি, দুচোখের দৃষ্টি ।
তুই যেন সৃষ্টিছাড়া গল্প উপন্যাস ।
তুই যেন ঝর্ণা, এভাবেই পড়না ।
ইমারত গড় না ।
জোছনায় ছেয়ে দে না রাতেরও আকাশ ।
তুই শুধু হাসলে, খুব কাছে আসলে
তুই যেন সৃষ্টিছাড়া গল্প উপন্যাস ।
তুই কিছু বললে, পাশাপাশি চললে
নেশায় নেশায় বুঁদ হয়ে যায়
আমারই অভ্যাস ।
তুই মন ভাবনায়, চোখে চোখে
আজ আয় ।
খোঁজাখুঁজি ভীষণ বোরিং
ঘুম চোখে সন্ধ্যায় ।
তুই যদি আসতিস,
এই ঢেউয়েই ভাসতিস ।
ভেজাতো বৃষ্টি তোকে বড্ড রোমান্টিক ।
আমার এ আকাশ ।
মিশে থাক গন্ধে,
ভালোবেসে রন্ধ্রে ।
কাটেনা কেমন যেন আমার বারোমাস ।
তুই সাড়া শব্দে, তুই যত চিন্তায়
মিশে ভালো মন্দে, পাগলামিটাই ।
একটু আশকারাতে খুঁজে নেয়
খুঁজে নেয় তোমারই আশপাশ ।
তুই মন বৃষ্টি লিরিক্স:
Tui mon brishti, duchokher dristi.
Tui jeno sristi chhara golpo uponyash.
Tui jeno jhorna, ebhabei por na.
Imarot gorna.
Jochhonay chheye de na raatero akash.
Tui shudhu hasle, khub kache asley
Tui jeno sristi chhara golpo uponyash.
Tui kichu bolle, pashapashi cholle
Neshay neshay boond hoye jai
Amari obhyash.