Shopno Bheja Megh Lyrics Minar Rahman
Song: Shopno Bheja MeghSingers: Minar & Puja
Music: Rezwan Sheikh
Lyrics: Snahashish Ghosh
Cast: Apurba, Mehazabien, Arnab
Label: CMV
Shopno Bheja Megh song is sung by Minar Rahman & Puja. The music is composed by Rezwan Sheikh & the lyrics is penned by Snahashish Ghosh.
Shopno Bheja Megh Lyrics in Bengali:
তোমায় পাবার ইচ্ছেগুলো,
দিলো মনে উঁকি।
তোমার জন্য নিতে পারি,
শতশত ঝুঁকি ।
তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।
তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ।
প্রিয় গানে, সব কলিতে
তোমায় শুধু মনে পড়ে ।
এই অনুভব হয় যখন এই মন
ভীষণ ভাবে প্রেমে পড়ে।
তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।
তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ।
তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ।
তোমায় পাবার ইচ্ছেগুলো,
দিলো মনে উঁকি।
তোমার জন্য নিতে পারি,
শতশত ঝুঁকি ।
তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ ।
তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ ।
Tomay pabar ichhe gulo
Dilo mone unki.
Tomar jonnyo nitey pari
Shoto shoto jhunki.
Tomay ghire ekhon amar
Onek onek abeg
Tomay bhebey urche moner
Shopno Bheja Megh.