Ghumie Poro Raat song lyrics by Tamal Kanti Halder
Album: Aloy Bhaloy (আলোয় ভালোয়)Vocal, Music & Lyrics: Tamal Kanti Halder
Starring: Samadrita Paul
Music Label: Inreco
Ghumie Poro Raat song is sung by Tamal Kanti Halder.
Ghumie Poro Raat Lyrics in Bengali:
নরম হাতের পাতায়
ঘুমিয়ে পড় রাত ।
কাল আবার এ পথেই নতুন করে
হয়ে যাবে মোলাকাত ।
হাজার হাজার কাঁটায় মাপা
ঘড়ির মিছিল শেষ হলে,
চুপিচুপি আদরে
ধুয়ে দিও মেকাপ ।
কফি টেবিলে মুখোমুখি
ফেলে আসা বাঁকে দেবো উঁকি ।
ইচ্ছে মতোন বাঁচার ঝুঁকি পাবে সায় ।
রূপকথা কিছুটা হলেও
সত্যি হয়ে যায় ।
আজ থাক, ঘুমিয়ে পড় রাত ।
হুডখোলা জিপে চড়ে
একসাথে যাবো হারিয়ে ।
খসে পড়া তারাগুলো কুড়িয়ে নিয়ে
নদীর জলে দেবো ছড়িয়ে ।
আদর ছুঁড়বে পিয়ানো,
চাইবে মিষ্টি ভোর এনো ।
কিছু বেয়াদপ প্রয়োজনও
পড়বে পায় ।
রূপকথা কিছুটা হলেও
সত্যি হয়ে যায় ।
আজ থাক, ঘুমিয়ে পড় রাত ।
গিটারে, কাগজে উত্তর খুঁজে
কটা ক্লান্ত গান, শেষে চোখ বোজে
দমচাপা অপদার্থতায় ।
এই শহরের চোখে দিয়ে ফাঁকি
ভেবেছিলাম শিখিয়ে দেবো, বাঁচা কি ।
আজ মুখ নিচু যথার্থতায় ।
তবু রাত, এরকমই দিও আস্কারা
নরম ঠোঁটে ধরে রেখো সৃষ্টিছাড়া ।
তোমার আকাশের পাগলামির হাউই বাজি
বারুদ পায় ।
রূপকথা কিছুটা হলেও
সত্যি হয়ে যায় ।
আজ থাক, ঘুমিয়ে পড় রাত ।
Tamal Kanti Halder song list: