Girl in a bookstore lyrics by Anupam Roy

Girl in a bookstore lyrics in Bengali by Anupam roy


Song: Girl in a bookstore
Music: Anupam Roy
Singer: Anupam Roy
Lyrics: Anupam Roy
Track: Single

বইয়ের দোকানের মেয়েটি
কি পড়ছে ও?
নিশ্চিত নয় আমি!
আমার পছন্দের গানের লিস্ট টা
কি তারও পছন্দ হবে?
যদি আমি তাকে মন ভালো করে দেওয়ার গান
শোনায়?

Other English song by Anupam Roy:
Regular Guy.

হতে পারি আমি ভুল
হয়তো দুঃখের গানের সাথেই
তার বন্ধুত্ব ।
যেভাবে ও হাসে,
হয়তো ওর জন্য একটা
হৃদয়বিদারক গান গাইবো।
একটু বেশিই বলছি কি?
বইয়ের দোকানের সেই মেয়েটি
আঙুলের অমায়িক ছোঁয়ায়
পাতা ওল্টায়‌।
কোথায় হারিয়ে গেল সে?
হয়তো কবিতার সেকশনে
নিজেকে লুকিয়ে রেখেছে!
তার চোখের সে চাহনিতে
কি যে গল্প লুকিয়ে আছে,
আমি অবাক হই!!
যদি সে সত্যি চলে যায়?
কোথায় পাবো তাকে?
আমার কি আরেকটু অপেক্ষা করা উচিৎ?

যদি সে নাই ভাবলো আমাকে নিয়ে,
আমি তবুও তাকে লিখবো
যদি সে এড়িয়ে যায়,
আমি তাও এই গানটা গাইবো
আমি কি তাকে ভুলে যেতে পারি?
আমি কি তাকে ভুলে যেতে পারি?

Girl in a Bookstore song lyrics by Anupam Roy:

Girl In A Bookstore
Girl in a bookstore,
What’s she reading?
Can’t be so sure!
Checking up my playlist
Will she like it
if I  Play her some bright songs?

Maybe I’m wrong
She might be loving
all the sad songs
The way that she smiles
Maybe I’ll sing
a broken heart song.
Did I say too much? 
Girl in a bookstore,
Lucky fingers,  Turning pages.
Where’s she gone now?
She could be hiding
in the  Poetry section.
That look in her eyes
What is her story I wonder
What if she leaves?
Tell me, Oh! How do I find her?
Did I speak too soon? 
Even if she doesn’t care
I’m gonna write to her anyway
Even if she doesn’t bother
I’m gonna sing this song anyway
How can I forget her?
How can I forget her?


326404665953066090

TRENDING NOW

326404665953066090