Sondhyar Prithibi Poem by Suman Mondal
Sondhyar Prithibi Poem In Bengali:
সন্ধ্যার পৃথিবী,
নেমে আসবে একটু পরে ।
বিকেল তার সৌন্দর্য গুটিয়ে নেবে
থেকে যাবে তার ছবি ।
পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে ক্যানভাসে ।
মন তুলি দিয়ে আজ তা রাঙিয়ে দেবো
ফুটে উঠবে সেই ছেলেবেলা ;
কিছু দুষ্টুমি, কিছু ভালোবাসা ।।