Ashtamite Tomar Paray Lyrics
Ashtamite Tomar Paray Song Lyrics
Ashtamite Tomar Paray Lyrics

Ashtamite Tomar Paray Lyrics | Debayan Banerjee, Srijita Mitra

🎵 Song
Ashtamite Tomar Paray (অষ্টমীতে তোমার পাড়ায়)
🎤 Singer
Debayan Banerjee, Srijita Mitra & Subham Mitra
🎼✍️ Lyrics and Music
Prameya
🌟 Cast
Soumya Mukherjee, Arunima, Jyoti Karmakar, Shibabrata Dhar

About the Song

"Ashtamite Tomar Paray" is a vibrant and contemporary Bengali song that perfectly captures the spirit of youthful romance amidst the festive cheer of Durga Puja. With the combined vocal talents of Debayan Banerjee, Srijita Mitra, and Subham Mitra, the track feels fresh and energetic. The song is a complete creation of Prameya, who masterfully handled both the lyrics and the musical composition.

The title, which translates to "In your neighborhood on Ashtami," sets a charming premise of a boy planning to meet his beloved during the celebrations. For listeners who appreciate modern Bengali music with a relatable, playful theme, this post offers the complete Ashtamite Tomar Paray lyrics in both Bengali and English transliteration.

"অষ্টমীতে তোমার পাড়ায়" একটি প্রাণবন্ত এবং সমসাময়িক বাংলা গান যা দুর্গাপূজার উৎসবের আবহে তরুণ প্রজন্মের প্রেমকে নিখুঁতভাবে তুলে ধরে। দেবায়ন ব্যানার্জী, শ্রীজিতা মিত্র এবং শুভম মিত্রের সম্মিলিত কণ্ঠের জাদুতে গানটি প্রাণবন্ত ও সতেজ হয়ে উঠেছে। এই গানের কথা ও সুরের সম্পূর্ণ কৃতিত্ব প্রমেয়র, যিনি দুটিই পরিচালনা করেছেন।

A Tale of Modern Puja Romance

This song beautifully weaves the traditional excitement of Puja with the language of today's youth. The lyrics express a familiar feeling of restlessness in love with the line, "কি আজব অসুখ কিছুই ভাল্লাগেনা তোমায় ছাড়া" (What a strange sickness, nothing feels good without you). The narrative is a playful exchange between a boy determined to impress ("Tip-top মাঞ্জা মেরে পৌঁছে যাবো তোমার পাড়ায়") and a girl who is cautiously intrigued. It cleverly references modern dating anxieties like being "ghosted" while celebrating the timeless tradition of dressing up and visiting a loved one's neighborhood during the festival. It's a sweet and catchy ode to love in the digital age, set against the colorful backdrop of Ashtami.

Ashtamite Tomar Paray Lyrics in Bengali

🎶 অষ্টমীতে তোমার পাড়ায় | Ashtamite Tomar Paray Lyrics

মন আমার গভীর রাতে,

একটু সমঝে হাঁটে।

মন আমার মধ্যরাতে,

ইদানীং সমঝে হাঁটে।

কি আজব অসুখ কিছুই ভাল্লাগেনা তোমায় ছাড়া,

এ disease rare, আমার দিন কাটেনা তোমায় ছাড়া।

বান্ধবী অষ্টমীতে পৌঁছে যাবো তোমার পাড়ায়,

Tip-top মাঞ্জা মেরে পৌঁছে যাবো তোমার পাড়ায়।

ও আমার নীল জোছনা,

Random ghost কোরো না।

পাগলের মন বোঝো না,

সোনা please ghost কোরো না।

কবিতায় ভরছি খাতা chatgpt-র সঙ্গ ছাড়াই,

পৃথিবীর সব প্রেমিকই কাজল চোখের মায়ায় হারায়।

বান্ধবী অষ্টমীতে পৌঁছে যাবো তোমার পাড়ায়,

ঝিনচ্যাক মাঞ্জা মেরে পৌঁছে যাবো তোমার পাড়ায়।

কথা সে বলতে গিয়ে ভয় পালাবে,

সে ছেলের সাহস কত প্রেমিক হবে!

জামা তার বোতাম ছাড়া,

ক্যাবলা পাগল ছোঁড়া,

সদ্য উড়লে অমন সবাই দুদিন চোখে হারায়।

আমিও গভীর রাতে, বাঁধি গান একতারা তে,

আমিও তো মধ্যরাতে জেগে থাকি মন ভোলাতে।

তারপর পাঁচ মিনিটে Instagram এ stalking সারা,

ভাবছি এবার নাহয় দিয়েই দেবো তোমায় সাড়া।

দেখব অষ্টমীতে আসবে কখন আমার পাড়ায়,

তোমাকেই মারবে ঝাড়ি matching শাড়ী আমার পাড়ায়।

বান্ধবী অষ্টমীতে পৌঁছে যাবো তোমার পাড়ায়,

দেখব অষ্টমীতে আসবে কখন আমার পাড়ায়।

ঝিনচ্যাক মান্জ্ঞা মেরে পৌঁছে যাবো তোমার পাড়ায়,

তোমাকেই মারবে ঝাড়ি matching শাড়ী আমার পাড়ায়।

Tip-top মাঞ্জা মেরে পৌঁছে যাবো তোমার পাড়ায়,

ঝিনচ্যাক মাঞ্জা মেরে পৌঁছে যাবো তোমার পাড়ায়।

People Also Search For

Ashtamite Tomar Paray Lyrics অষ্টমীতে তোমার পাড়ায় লিরিক্স Debayan Banerjee new song Prameya composer New Bengali Puja Song

Ashtamite Tomar Paray Lyrics in English Transliteration

Mon amar gobhir raate,
Ektu somjhe haante.
Mon amar moddho raate,
Idaning somjhe haante.

Ki ajob osukh kichui bhal lagena tomay chara,
E disease rare, amar din katena tomay chara.

Bandhobi oshtomite pouche jabo tomar paray,
Tip-top maanja mere pouche jabo tomar paray.

O amar neel jochona,
Random ghost korona.
Pagoler mon bojho na,
Sona please ghost korona.

Kobitae bhorchi khata ChatGPT-r songo charai,
Prithibir sob premiki kajol chokher mayay haray.

Bandhobi oshtomite pouche jabo tomar paray,
Jhinchak maanja mere pouche jabo tomar paray.

Kotha se bolte giye bhoy palabe,
Se cheler sahos koto premik hobe!
Jama tar botam chara,
Kyabla pagol chora,
Soddo urle omon sobai dudin chokhe haray.

Amio gobhir raate, bandhi gaan ektara te,
Amio toh moddho raate jege thaki mon bholate.
Tarpor paanch minute e Instagram e stalking sara,
Bhabchi ebar nahoy diyei debo tomay sara.

Dekhbo oshtomite ashbe kokhon amar paray,
Tomakei marbe jhari matching shari amar paray.

Bandhobi oshtomite pouche jabo tomar paray,
Dekhbo oshtomite ashbe kokhon amar paray.
Jhinchak maanja mere pouche jabo tomar paray,
Tomakei marbe jhari matching shari amar paray.
Tip-top maanja mere pouche jabo tomar paray,
Jhinchak maanja mere pouche jabo tomar paray.

Frequently Asked Questions:

Who are the singers of "Ashtamite Tomar Paray"?
The song is sung by Debayan Banerjee, Srijita Mitra, and Subham Mitra.
Who wrote and composed the song?
"Ashtamite Tomar Paray" is written and composed by Prameya.
What is the theme of the song?
It's a modern romantic song about a boy's plan to visit his beloved's neighborhood on the day of Ashtami during Durga Puja.

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন:

"অষ্টমীতে তোমার পাড়ায়" গানটির শিল্পী কারা?
গানটি গেয়েছেন দেবায়ন ব্যানার্জী, শ্রীজিতা মিত্র এবং শুভম মিত্র।
গানটি কে লিখেছেন ও সুর দিয়েছেন?
"অষ্টমীতে তোমার পাড়ায়" গানটির কথা ও সুর প্রমেয়র তৈরি।
এই গানের বিষয়বস্তু কী?
এটি একটি আধুনিক প্রেমের গান, যেখানে দুর্গাপূজার অষ্টমীর দিনে এক ছেলে তার প্রেমিকার পাড়ায় যাওয়ার পরিকল্পনা করে।
326404665953066090
326404665953066090