Koto Kotha Jome Lyrics
Song: Koto Kotha Jome
Singer: Rupak Tiary
Composer: Rupak Tiary
Lyricist: Jayanta Biswas
Koto Kotha Jome song is sung by Rupak Tiary. Music composed by Rupak. Lyrics written by Jayanta Biswas. Koto Kotha Jome Song Lyrics in Bengali.
কত কথা জমে গানটি গেয়েছেন রূপক। সুরকার হলেন রূপক। গানটির কথা লিখেছেন জয়ন্ত বিশ্বাস। কত কথা জমে লিরিক্স।
Koto Kotha Jome Lyrics in Bengali:
চুপি চুপি তুই এলি এই মনে
জুড়ে জুড়ে আমি থাকি
তোর পাশে....
মন কেমনের রাত নামে
তোর আদরের ডাকনামে
এই ভাবে মন তোর হবে ভালোবেসে, ভালোবেসে...
কত কথা জমে
আজ তোরই ঠোঁটে, ছোয়াঁচে।
উড়ো চিঠি আসে
এই রূপকথাদের, নীলখামে।
তবু ভালো লাগে
তোর মায়া চোখে, হারাতে
নিয়ে যাবো তোকে
দূর মেঘ পিওনের, খুব কাছে।
তোর দুচোখে বুঝি,অচেনা স্মৃতি
ছুঁয়ে নিলো খামোকা আবার....
মন জেনেছে সবই,কত কী রোজই
তুই হলি শুধু যে আমার।
মন কেমনের রাত নামে
তোর আদরের ডাকনামে
এই ভাবে মন তোর হবে ভালোবেসে, ভালোবেসে...
কত কথা জমে
আজ তোরই ঠোঁটে, ছোয়াঁচে।
উড়ো চিঠি আসে
এই রূপকথাদের, নীলখামে।
তবু ভালো লাগে
তোর মায়া চোখে, হারাতে
নিয়ে যাবো তোকে
দূর মেঘ পিওনের, খুব কাছে।
Koto Kotha Jome Lyrics in English Transliteration:
Chupi chupi tui eli ei mone
Jure jure ami thaki
Tor pashe...
Mon kemoner raat naame
Tor adorer daak naame
Ei bhabe mon tor hobe valobese, valobese...
Koto kotha jome
Aaj tori thonte, chowache
Uro chithi ashe
Ei rupkotha der nilkhame
Tobu valo lage
Tor maya cholhe harate
Niye jabo toke
Dur megh piyoner khub kache