E Kon Maya Lyrics

E Kon Maya Lyrics 

Song: E Kon Maya
Singer: Shamiul Shezan
Music Composer & Lyricist: Shamiul Shezan

E Kon Maya song is sung, composed and written by Shamiul Shezan. E Kon Maya Song Lyrics in Bengali.

এ কোন মায়া গানটি গেয়েছেন শামিউল শেজান। তিনি নিজেই গানটির সুর করেছেন ও কথা লিখেছেন। এ কোন মায়া লিরিক্স।

E Kon Maya Lyrics in Bengali:


হুম...... হুম......

কেন অবাক সুরে হারিয়ে যাই এখন
কেন আজও তোমার কথা মনে এখন
কেন সুরের আলোয় তোমায় দেখি আবার
হারিয়ে যাবো তোমার কাছে আবার

আলোর শহরে আঁধার ঘিরে
পথের শেষে পড়ে হারানো আবেগ
অচিন মোহের মায়ায় পরে
নিরবতা ঘিরে আছে আমাকে 

এ কোন মায়ার
পেছন ছুটে এতো ভালবেসেছি
এ কোন মায়ার
মিথ্যে ছুঁয়ে এতো আমি কেঁদেছি
এ কোন মায়ার
পেছন ছুটে এতো আঘাত সয়েছি
এ কোন মায়া 
যা ছিলনা কখনোই আমারই

ও...... ও......

জানো কিনা ওই নীলের আকাশে
মেঘেরাও বোঝে আমায়
কতো তোমায় চেয়েছিলাম
দূরে মেঘের ডাকে ভেসে আসা 
বাতাসেরাও বোঝে আমায়
কতো তোমায় খুঁজেছিলাম

আলোর শহরে আঁধার ঘিরে
পথের শেষে পড়ে হারানো আবেগ
অচিন মোহের মায়ায় পরে
নিরবতা ঘিরে আছে আমাকে 

এ কোন মায়ার
পেছন ছুটে এতো ভালবেসেছি
এ কোন মায়ার
মিথ্যে ছুয়ে এতো আমি কেঁদেছি
এ কোন মায়ার
পেছন ছুটে এতো আঘাত সয়েছি
এ কোন মায়া 
যা ছিলনা কখনোই আমারই 

ও...... ও......

E Kon Maya Lyrics in English Transliteration:


Hum...... hum......

Keno obak sure hariye jai ekhon
Keno aajo tomar kotha mone ekhon
Keno surer aloy tomay dekhi abar
Hariye jabo tomar kachhe abar

Alor shohore andhar ghire
Pother sheshe pore harano abeg
Ochin moher mayay pore
Nirobota ghire ache amake

E kon mayar
Pechhone chhute eto bhalobeshechi
E kon mayar
Mithye chhuye eto ami kedechi
E kon maya
Pechhon chhute eto aghat soyechi
E kon maya
Ja chhilona kokhonoi amari

O...... o......

Jano kina oi neeler akashe
Megherao bojhe amay
Koto tomay cheyechhilam
Doore megher dake bhese asha
Bataserao bojhe amay
Koto tomay khujhechhilam

Alor shohore andhar ghire
Pother sheshe pore harano abeg
Ochin moher mayay pore
Nirobota ghire ache amake

E kon mayar
Pechhon chhute eto bhalobeshechi
E kon mayar
Mithye chhuye eto ami kedechi
E kon maya
Pechhone chhute eto aghat soyechi
E kon maya
Ja chhilona kokhonoi amari

O...... o......
326404665953066090
326404665953066090