Nei Tumi Aager Moto Song Lyrics from Killbill Society
Song: Nei Tumi Aager Moto (নেই তুমি আগের মতো)
Movie: Killbill Society
Singer: Somlata
Music & Lyrics: Anupam Roy
Nei Tumi Aager Moto Song is from the Bengali movie "Killbill Society". This song has been sung by Somlata. Music composed by Anupam Roy. He also wrote the lyrics. Nei Tumi Aager Moto Lyrics. Nei Tumi Aager Moto Song Lyrics. Nei Tumi Ager Moto Lyrics.
নেই তুমি আগের মতো গানটি হল "কিলবিল সোসাইটি" সিনেমার গান। গানটি গেয়েছেন সোমলতা। সুরকার ও কথাকার হলেন অনুপম রায়। নেই তুমি আগের মতো লিরিক্স।
Nei Tumi Aager Moto Lyrics in Bengali:
তোমাকে দেখেছিলাম
ভিড়ের মাঝে তুমি
কতটা আলাদা ছিলে
দুচোখে নেশা নেশা
কাঁটা চামচে যেন
তুমি আমায় গেঁথে ছিলে
এখন জানো না কী ছুঁতে চাও তুমি
কেন যে আগুনের দিকে ছুটে যাও তুমি
প্রথম বৈশাখের মতো
কষ্ট কমানো ড্রাগের মতো
তুমি আর আগের মতো
নেই তুমি আগের মতো
আলগা সোহাগের মতো
ভালোবাসার দাগের মতো
তুমি আর আগের মতো
তুমি আর আগের মতো
নেই...
নেই...
নেই
তোমার কথা বলা
কতটা গভীরতা
স্পর্শ করতে চেয়েছিল
তোমার দুটো পায়ে
কেন যে স্হবিরতা
লতার মতো জড়িয়েছিল
এখন সহজে হাততালি চাও তুমি
আমার স্মৃতি থেকে ক্রমশঃ হারাও তুমি
তুমি
প্রথম বৈশাখের মতো
কষ্ট কমানো ড্রাগের মতো
তুমি আর আগের মতো
নেই তুমি আগের মতো
আলগা সোহাগের মতো
ভালোবাসার দাগের মতো
তুমি আর আগের মতো
তুমি আর আগের মতো
নেই...
নেই...
নেই
তোমাকে রেখেছিলাম
দেহে, মনে গোপনে
তুমি মায়ায় বেঁধেছিলে
এখন খসে পড়ে, যে মুখোশ ছিলে পরে
ফাঁকিতে বাকি থাকি, আড়ালে যাও সরে
সরে...
প্রথম বৈশাখের মতো
কষ্ট কমানো ড্রাগের মতো
তুমি আর আগের মতো
নেই তুমি আগের মতো
আলগা সোহাগের মতো
ভালোবাসার দাগের মতো
তুমি আর আগের মতো
তুমি আর আগের মতো
নেই...
নেই...
নেই
তোমার পাশে থাকা এ মৃত নগরীতে
আমার চিলেকোঠা হয়েছিল
তোমার বলা কথা বরফ ছুরি হয়ে
কিছু তোমায় চিনিয়ে ছিল
এখন আগুনে পুড়ি, বেহালা বাজাও তুমি
আমার স্মৃতি থেকে ক্রমশঃ মেলাও তুমি
তুমি...
প্রথম বৈশাখের মতো
কষ্ট কমানো রাগের মতো
তুমি আর আগের মতো
নেই তুমি আগের মতো
আলগা সোহাগের মতো
ভালোবাসার দাগের মতো
তুমি আর আগের মতো
তুমি আর আগের মতো (×২)
নেই...
নেই...
নেই
আগের মতো...নেই...
নেই...
Nei Tumi Aager Moto Lyrics in English Transliteration:
Tomake dekhechilam
Virer majhe tumi
Koto ta aalada chhile
Du chokhe neshe nesha
Kanta chamoche jeno
Tumi amay genthe chile
Ekhon jano na ki chhunte chao tumi
Keno je aguner dike chhute jao tumi
Tomake rekhechilam
dehe mone gopone
Tumi mayay bendhechile
Ekhon khose pore, je mukhosh chile pore
Fanki te baki thaki, arale jao sore
Sore...
Prothom boishakher moto
Koshto komano drug er moto
Tumi arr aager moto
Nei tumi aager moto
Aalga sohager moto
Valobasar daager moto
Tumi arr aager moto
Tumi arr aager moto
Nei...
Ekhon sohoje haat tali chao tumi
Amar smriti theke kromosho harao tumi
Tomar pashe thaka ei mrito nogorite
Amar chilekotha hoyechilo
Tomar bola kotha borof chhuri hoye
Kichu tomay chiniye chilo
Ekhon agune puri, behala bajao tumi
Amar smriti theke kromosho melao tumi
Tumi...