Bibagi Phone Lyrics By Anirban Bhattacharya
Song: Bibagi Phone
Movie: Dilkhush
Singer: Anirban Bhattacharya
Music, Composition & Lyrics: Nilayan Chatterjee
Starring: Madhumita Sarcar, Soham Majumdar, Aishwarya Sen, Aparajita Adhya, Kharaj Mukherjee & others.
Bibagi Phone song has been sung by Anirban Bhattacharya. Bibagi Phone Song is from the movie Dilkhush. Music composed by Nilayan Chatterjee. He also wrote the lyrics. Bibagi Phone Song Lyrics.
বিবাগী ফোন গানটি হলো দিলখুশ সিনেমার গান। গানটি গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। সুরকার ও কথাকার হলেন নীলায়ন। বিবাগী ফোন লিরিক্স।
Bibagi Phone Lyrics in Bengali:
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায়
তোমাকে চায়
ওই একঘেয়ে ক্যাফে গিটারের সুর
কংক্রিট ভিড়
বিদ্রোহে জিতে যাওয়া সেই পুকুর
সবাই তোমাকে চায়
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায়
খুঁজি তোমায় ভোরের অ্যালার্মে
সিনেমা হলের সিটের আরামে
গরম দিনের ঠান্ডা জলে, বা থাকো
সরকারি কোন নোটিশ খামে
প্রথম ক্যাসেট তোমাকে চায়
শেষ অসুখ তোমাকে চায়
কতবার ভেবেছি হায়
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায়
তোমাকে চায়
সেই প্রথম ভালো লাগা প্রেমের গান
সবার চোখে
শুধু তোমায় খুঁজে পাওয়ার অভিযান
সবাই তোমাকে চায়
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী রোদ তোমাকে চায়
জ্যোৎস্না রাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায়
Bibagi Phone Lyrics in English Transliteration:
Bibagi Phone tomake chay
Sob ojuhat tomake chai
Dekha dewa tomari daay
Bolo tomay pabo kothay
Tomake chay
Oi ekgheye cafe guiter er sur
Concrete vir
Bidrohe jitey jawa sei pukur
Sobai tomake chay
Bolo tomay pabo kothay