Song: Paar Bhanga Nodi
Singer: Timir Biswas
Composer: Sourav Babai Chakraborty
Lyrics: Sumit Bandopadhyay
Cast: Pehu Senngupta, Riddhiman Banerjee, Arindam Basu & Others.
Paar Bhanga Nodi Song has been sung by Timir Biswas. Music composed by Sourav Babai Chakraborty. Lyrics written by Sumit. Paar Bhanga Nodi Lyrics Bengali.
পাড় ভাঙা নদী গানটি হল তিমির বিশ্বাস এর গাওয়া। সুরকার হলেন সৌরভ। কথা লিখেছেন সুমিত বন্দ্যেপাধ্যায়। পাড় ভাঙা নদী লিরিক্স।
আমার পাড় ভাঙা এক নদী
আমি নৌকা হতাম যদি
ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে
আমার পথের পাশে ধুলো
আমার ঠিক নেই চালচুলো
তুমি ফুল হয়ে যাও আমার দুঃখ-গাছে
তোমার ভীষণ যাওয়ার তাড়া
বাড়ি পাল্টে দিচ্ছে ভাড়া
তোমার নতুন বাড়ির ঠিকানাটা দিও
আ....
আহা...
আমি নৌকা বাঁধি সুরে
জীবন বড্ড ভবঘুরে
তুমি পথের বাঁকে ছায়ার মতোই প্রিয়
ভীষণ মেঘলা করা রাতে
আমি বৃষ্টি লিখি হাতে
তুমি কথার মতো জলের ভেতর ঝোড়ো
এই প্রথম বোঝার ভুলে
সেলাই করছি মাস্তুলে
তুমি শক্ত ভীষণ শক্ত হাতে ধরো
আমার কথা ভাঙার বেলা
পথে ঠুনকো অবহেলা
না হয় রইলো কিছু সময় অগোছালো
শুধু যাবার বেলায় বলো
আমায় বেসেও ছিলে ভালো
মেঘের দিব্যি দিয়ে পুড়ছে বর্ষা কালো
আ...
আহা...
Amar paar bhanga ek nodi
Ami nouka hotam jodi
Vaste vaste jetam tomar kache
Amat pother pashe dhulo
Amar thik nei chalchulo
Tumi phool hoye jao amar dukkho-gache
Tomar vison jaowar tara
Bari palte dichhe vara
Tomar notun barir thikana ta diyo
Aaa...
Aha...
Ami nouka bandhi surey
Jibon boddo voboghure
Tumi pother banke chhayar motoi priyo
Bhison meghla kora raate
Ami brishti likhi haate
Tumi kothar moto joler vetor jhoro
Ei prothom bojhar vule
Selai korchi mastuley
Tumi shokto bhison shokto haate dhoro