Bondhur Achoron Song Lyrics
Song: Bondhur Achoron
Singer: Shiekh Sadi
Lyrics & Tune: Shamran Ahmed Milon
Music: Remo Biplob
Starring: Mariya Shanto & Alvee Al Berunee
Bondhur Achoron song has been sung by Shiekh Sadi. Music composed by Remo. Tune composed by Shamran. He also wrote the lyrics. Bondhur Achoron Lyrics. Bondhur Achoron Song Lyrics By Shiekh Sadi.
বন্ধুর আচরণ গানটি হলো শেখ সাদীর গাওয়া। সুরকার হলেন রেমো। টিউন তৈরি করেছেন শামরান। তিনি নিজেই গানটির কথা লিখেছেন। বন্ধুর আচরণ লিরিক্স।
Bondhur Achoron Lyrics in Bengali:
উপরে উপরে মিঠা
ভেতরে সর্ব তিতা
হায়রে উপরে উপরে মিঠা
ভেতরে সর্ব তিতা
ক্ষণে ক্ষণে জনে জনে
বিলাইয়া দেয় মন
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গোওওও
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গোওওও
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
না জানি হাত ধরে ছিলাম
ভুল মানুষের সং
কে জানিতো তার পিরিতে
সবই ছিল ঢং
বোঝেনা সে মনের ব্যথা
অন্তরে জ্বালাইলো চিতা
বোঝেনা সে মনের ব্যথা
অন্তরে জ্বালাইলো চিতা
শোনেনা তো কারোর কথা
চলে তার মতোন
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গোওওও
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গোওওও
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
হোওওও
তার কাছেতে পাইলাম না রে
তিল পরিমাণ সুখ
কারে বলি কারে দেখায়
আমার পোড়া বুক (২ বার)
হইয়াছে মোর এমন ব্যাধি
যাহার কোন নাই ঔষধি
হইয়াছে মোর এমন ব্যাধি
যাহার কোন নাই ঔষধি
কয় বাঁচার চেয়ে ভালো যে মরণ
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গোওওও
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গোওওও
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
Bondhur Achoron Lyrics in English Transliteration:
Upore upore mitha
Vetore sorbo teeta
Haye re upore upore mitha
Vetore sorbo teeta
Khone khone jone jone
Bilaiya daye mon
Valo na valo na amar bondhur achoron go
Bhalo na bhalo na amar bondhur achoron
Na jani haat dhore chilam
Bhul manusher song
Ke janito tar pirite
Sobi chilo dhong
Bojhena se moner byatha
Ontore jwalailo chita
Shonena toh karor kotha
Chole tar moton