Tui Bolbo Na Tumi Lyrics
Song: Tui Bolbo Na Tumi
Film: Kishmish
Singers: Subhadeep Pan & Nikhita Gandhi
Composer: Nilayan Chatterjee
Lyricist: Nilayan Chatterjee
Starring: Dev, Rukmini Maitra
Tui Bolbo Na Tumi Song is from the movie Kishmish. Tui Bolbo Na Tumi Song has been sung by Subhadeep Pan & Nikhita Gandhi. Music composed by Nilayan Chatterjee. He also wrote the lyrics. Tui Bolbo Na Tumi. Tui Bolbo Na Tumi Lyrics Bangla. Tui Bolbo Na Tumi Song Lyrics.
তুই বলবো না তুমি গানটি হল কিসমিস সিনেমার গান। গানটি গেয়েছেন শুভদীপ ও নিকিতা গান্ধী। সুরকার ও কথাকার হলেন নীলায়ন চ্যাটার্জী। তুই বলবো না তুমি লিরিক্স।
Tui Bolbo Na Tumi Lyrics in Bengali:
আমি নিজের জগতে
মজায় ছিলাম বেশ
তুমি ঘুম থেকে
আমায় তুলে দিলে
কত রঙ চারিদিকে
ভাবতাম জানলায় বসে
তুমি আমায় দরজা খুলে দিলে
তোমায় তুই বলবো না তুমি
আমি বুঝে পাই না
কত বলবো ভাবি কিছু
শব্দ খুঁজে পাই না
তোমায় তুই বলবো না তুমি
আমি বুঝে পাই না
কত বলবো ভাবি কিছু
শব্দ খুঁজেই পাই না
আমার সারাদিনে তুই মিশে
কানে কানে ছড়াচ্ছে নিমেষে
বাষ্প গুলো দিলো প্রেম ঢেকে
জানলা কাঁচে জলছবি এঁকে
তুই আনকোরা এক হাওয়া
বন্ধ ঘরে পাওয়া
এত ভেবে টেবে নেই লাভ কোনো
যা হচ্ছে ভালো লাগছে
হতে দে, হতে দে...
উঁকি মেরে মগজে
দেখো দুষ্টু খেয়াল যত
সবেতে আছো তুমি জুড়ে
তুমি ছুঁলে আমাকে
আর খেলাম থতমত
প্রেম পেয়েছে আবার ভরদুপুরে
তোমায় তুই বলবো না তুমি
আমি বুঝে পাই না
কত বলবো ভাবি কিছু
শব্দ খুঁজে পাই না
তোমায় তুই বলবো না তুমি
আমি বুঝে পাই না
কত বলবো ভাবি কিছু
শব্দ খুঁজেই পাই না
Tui Bolbo Na Tumi Lyrics in English Transliteration:
Ami nijer jogote mawjai chhilam besh
Tumi ghum theke amay tuley diley
Koto rong charidike, vabtam janlay bosey
Tumi amar dorja khule diley
Tomay tui bolbo na tumi
Ami bujhe paina
Koto bolbo vabi kichhu
Shobdo khunje paina