Tui R Ami Song Lyrics
Song: Tui R Ami
Singer: Arfin Rumey
Music & Lyrics: Taposh
Starring: Mimi Chakraborty & Nirab
Tui R Ami song has been sung by Arfin Rumey. Music composed by Taposh. He also wrote the lyrics. Tui R Ami Lyrics Bangla. Tui R Ami Lyrics.
তুই আর আমি গানটি গেয়েছেন আরফিন। সুরকার ও কথাকার হলেন তাপস। তুই আর আমি লিরিক্স।
Tui R Ami Lyrics in Bengali:
তুই আর আমি, চল করি পাগলামি
হয় হোক বদনামই, পৃথিবী দেখুক
হোক প্রেমেরই জয়, করিনা তো ভয়
যদি হয় ভুল হোক, এভাবে চলুক [২ বার]
তুই ছাড়া আজ থেকে, সব দিলাম ছুটি
চল একপথে, চল একসাথে দুজন হাঁটি
এই মন জানে তুই মানে সবকিছু
তুই দেখ চেয়ে, আমি ছায়া হয়ে থাকি তোর পিছু
তুই আর আমি, চল করি পাগলামি
হয় হোক বদনামই, পৃথিবী দেখুক
হোক প্রেমেরই জয়, করিনা তো ভয়
যদি হয় ভুল হোক, এভাবে চলুক
পৃথিবীর যত ফুল সব তোকে দিলাম
তোর থেকে তোর মনটাকে ছিনিয়ে নিলাম
জেনে রাখিস তুই থাকিস আমার বিশ্বাসে
চাই তোকে এই বুকে প্রতি নিঃশ্বাসে
তুই আর আমি, চল করি পাগলামি
হয় হোক বদনামই, পৃথিবী দেখুক
হোক প্রেমেরই জয়, করিনা তো ভয়
যদি হয় ভুল হোক, এভাবে চলুক [২ বার]