Phire Elo Kakababu Lyrics (ফিরে এলো কাকাবাবু) Rupam Islam | Kakababur Protyaborton
Song: Phire Elo Kakababu
Movie: Kakababur Protyaborton
Singer: Rupam Islam
Music: Indraadip Dasgupta
Lyrics: Srijato
Starring: Prosenjit Chatterjee, Aryaan Bhowmk
Phire Elo Kakababu song is from the movie Kakababur Protyaborton. Phire Elo Kakababu song has been sung by Rupam Islam. Music composed by Indraadip Dasgupta. Lyrics written by Srijato. Phire Elo Kakababu Lyrics Bangla. Phire Elo Kakababu Song Lyrics.
ফিরে এলো কাকাবাবু গানটি হল কাকাবাবুর প্রত্যাবর্তন সিনেমার গান। গানটি গেয়েছেন রূপম ইসলাম। সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। কথা লিখেছেন শ্রীজাত। ফিরে এলো কাকাবাবু লিরিক্স।
এক যে হোটেল ছিল ঘন জঙ্গলে
রহস্য জড়ো হতো রাত্তির হলে
শত বিপদের চেয়ে, সত্যিটা দামি
অ্যাডভেঞ্চারও তাই আফ্রিকাগামী
শাস্তি পাবেই যারা
রাঙিয়েছে চোখ
ফিরে এলো কাকাবাবু
মোকাবিলা হোক [২ বার]
ফিরে এলো কাকাবাবু
মোকাবিলা হোক
মোকাবিলা হোক
মোকাবিলা হোক
দেখবে জেব্রা হাতি জিরাফেরও দল
বাতাসে কেমন নড়ে, ধর্মের কল
রাজা রায়চৌধুরী ডরায় না কিছু
সন্তু সাহস নিয়ে আসে পিছু পিছু
এবার সমঝে খেলো
যারা ডরপোক
ফিরে এলো কাকাবাবু
মোকাবিলা হোক [২ বার]
ফিরে এলো কাকাবাবু
মোকাবিলা হোক
মোকাবিলা হোক
মোকাবিলা হোক
কেনিয়ার অরণ্যে বিপদের তাবু
অপরাজিতের নাম আজও কাকাবাবু
অ্যান্টিলোপের দেশে লোপ পাবে ভয়
মাসাই বুকের পাটা বাঙালিরও হয়
রাজার মুকুটে লাগে
নতুন পালক
ফিরে এলো কাকাবাবু
মোকাবিলা হোক
শাস্তি পাবেই যারা
রাঙিয়েছে চোখ
ফিরে এলো কাকাবাবু
মোকাবিলা হোক
এবার সমঝে খেলো
যারা ডরপোক
ফিরে এলো কাকাবাবু
মোকাবিলা হোক
ফিরে এলো কাকাবাবু
মোকাবিলা হোক
মোকাবিলা হোক
মোকাবিলা হোক