Ajob Duniya Song Lyrics By Shiekh Sadi
Song: Ajob Duniya
Music: Alvee
Lyrics & Tune: Shiekh Sadi
Ajob Duniya Song has been sung, composed & written by Shiekh Sadi. Ajob Duniya Lyrics Bangla. Ajob Duniya, mithyer bosobas sotyer nei kono thikana.
আজব দুনিয়া গানটি গেয়েছেন ও টিউন তৈরি করেছেন শেখ সাদী। তিনি নিজেই গানটির কথা লিখেছেন। আজব দুনিয়া লিরিক্স।
Ajob Duniya Lyrics in Bengali:
লোকে মুখে শত কথা অযথায় কত কিছু রটে
অন্যের ভালো দেখে হিংসায় বুকটা ফাটে
ক্ষতি কারো হলে আমার কিছু যাই না বটে
আর ভুলগুলো চাইনা কোনদিনও শুধরাতে
আজব দুনিয়া
এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা
আজব দুনিয়া
এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা
আমরা এখন খুব আধুনিক
স্টেটাস দিয়ে দেশ করি ঠিক
যুদ্ধে যাব নিয়ে ফ্যান ফলোয়ার
ব্লক করে ভেঙে দেব সব হাতিয়ার
যা খুশি তা বানাব ট্রেন্ড
সাপোর্ট দিবে আমার ফ্যানস
চাই বেশি লাইক আর কমেন্ট
এটাই আমার অ্যাচিভমেন্ট
আজব দুনিয়া
এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা
আজব দুনিয়া
এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা
আমরা এখন ভীষণ জ্ঞানী
পোশাক দেখেই মানুষ চিনি
মাথায় টুপি আর মুখে দাড়ি
কনফার্ম ছেলেটা সন্ত্রাসী
ওয়েস্টার্ন ড্রেস পরা সকল নারী
চরিত্র তাদের হয় বিক্রি
আর আমি দুধ ধোওয়া তুলসী পাতা
চরিত্র আমার ফুলে ঢাকা
আজব দুনিয়া
এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা
আজব দুনিয়া
এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা