Jhorna Kothay Jabe Lyrics (ঝর্ণা কোথায় যাবে) Rudrabinar Obhishaap | Shovan
Song: Jhorna Kothay Jabe
Web series: Rudrabinar Obhishaap
Singer: Shovon Ganguly
Music: Joy Sarkar
Lyrics: Srijato
Jhorna Kothay Jabe song is from the hoichoi web series "Rudrabinar Obhishaap". Jhorna Kothay Jabe Song has been sung by Shovon Ganguly. Music composed by Joy Sarkar. Lyrics written by Srijato. Jhorna Kothay Jabe Lyrics Bangla. Jhorna Kothay Jabe Lyrics From Rudrabinar Obhishaap.
ঝর্ণা কোথায় যাবে গানটি হল রুদ্রবীণার অভিশাপ ওয়েব সিরিজের গান। গানটি গেয়েছেন শোভন গাঙ্গুলি। সুরকার হলেন জয় সরকার। কথা লিখেছেন শ্রীজাত। ঝর্ণা কোথায় যাবে লিরিক্স।
ঝর্ণা কোথায় যাবে পাহাড় পেরোলে
ঝর্ণা কোথায় যাবে পাহাড় পেরোলে
মন তোমাতেই ফেরে বেহাগী বলে (×২)
ঝর্ণা কোথায় যাবে পাহাড় পেরোলে...
দূরে দূরে থাকি
এ যাতনা সয় না
কথা রেখে বাকি
ভালোবাসা হয় না
যে ছিল মেঘের নাম
তাকে ডাকো বৃষ্টি
ঝরে গিয়ে নিঃশ্বাসে
আরও দাবি গয়না
ফিরবে তোমার কাছে
ফিরবে তোমার কাছে
ফেরারী সে হলে
মন তোমাতেই ফেরে বেহাগী বলে
ঝর্ণা কোথায় যাবে পাহাড় পেরোলে
মন তোমাতেই ফেরে বেহাগী বলে
ঝর্ণা কোথায় যাবে পাহাড় পেরোলে...