Mohona Song Lyrics
Song: Mohona
Film: Bony
Singer: Paloma Majumder
Music & Lyrics: Anupam Roy
Mohona song is from the movie Bony. Mohona song has been sung by Paloma Majumder. Mohona Song Lyrics Bangla. Mohona Lyrics Bangla. Mohona Song Lyrics Anupam Roy. Music composed by Anupam Roy. He also wrote the lyrics.
মোহনা গানটি হল "বনি" সিনেমার গান। মোহনা গানটি গেয়েছেন পামোলা মজুমদার। কথাকার ও সুরকার হলেন অনুপম রায়। মোহনা লিরিক্স।
Mohona Lyrics in Bengali:
খুঁজে খুঁজে তাকে, চলে গেছ ফিরে
বেসুরো বিকেলে আমি মেঘেদের ভিড়ে।
থেমে গেছি কেন? যেন চলতে শিখিনি,
মনে পড়ে গেলেও আমি চমকে উঠিনি।
ওই দূরে হাওয়ায় ওড়ে মায়ার আঁচল
ছায়াগুলো খুব ক্লান্ত, খুব অসফল,
পাথর পাথর চিন্তায় কোন অচেনায়?
তাকিয়ে থাকি দারুণ অসহায়।
এতদূর হেঁটে এসে আজ এই মোহনায়
কিছুতেই কোনও কিছু আর যেন মিলছে না
ছুটে আসা কোন ট্রেন যদি খোঁজে ঠিকানা
আমার বুকের হদিস সে কি পাচ্ছে না?
ভেতরে ভেতরে যদি মরে গেছি ভাবো?
তোমাকে সেখানে চলো নিয়ে যাব।
চিলেকোঠা ঘরে একা বসে থেকো,
মুছে দিও সবই শুধু স্মৃতিটুকু রেখো।
ওই দূরে হাওয়ায় ওড়ে মায়ার আঁচল
ছায়াগুলো খুব ক্লান্ত, খুব অসফল
পাথর পাথর চিন্তায় কোন অচেনায়?
তাকিয়ে থাকি দারুণ অসহায়।
এতদূর হেঁটে এসে আজ এই মোহনায়
কিছুতেই কোনও কিছু আর যেন মিলছে না
ছুটে আসা কোন ট্রেন যদি খোঁজে ঠিকানা
আমার বুকের হদিস সে কি পাচ্ছে না?
Mohona Lyrics in English Transliteration:
Khuje khuje takey chole gecho phire
Besuro bikele ami megheder vire
Themey gechi keno? Jeno cholte shikhini
Mone pore geleo ami chomke uthini
Oi durey haway orey mayar anchol
Chhayagulo khub klanto, khub osofol
Pathor pathor chintay kon ochenay?
Takiye thaki darun osohay
Etodur hente eshe aaj ei mohonay
Kichutei kono kichu ar jeno milchhe na
Chhute asha kono train jodi khonje thikana
Amar buker hodis se ki pachhe na?