Haralam Kothay Lyrics By Rishi Panda
Song: Haralam Kothay
Singer: Rishi Panda
Music & Lyrics: Rishi Panda
Haralam Kothay Song has been sung, composed & written by Rishi Panda. Haralam Kothay Lyrics Bangla. Haralam Kothay Song Lyrics Bangla. Haralam Kothay Lyrics Rishi Panda.
হারালাম কোথায় গানটি হল ঋষি পান্ডার গাওয়া। সে নিজেই গানটির সুর তৈরি করেছে ও কথা লিখেছে। হারালাম কোথায় লিরিক্স।
Haralam Kothay Lyrics in Bengali:
এই আবহাওয়া ছিল বেশ রেগে
তারপর কালো মেঘ পাহাড় নিলো ঢেকে
আমি দাঁড়িয়ে, তুমি দাঁড়িয়ে
পড়ন্ত রোদে
শুধু চুপচাপ থেকে
কমছিল আলো পাহাড়ের কোলে
স্তব্ধ এ রাস্তা, সবকিছু ভুলে
আমি দাঁড়িয়ে, তুমি দাঁড়িয়ে
নিভে আসা রোদের ছোঁয়ায়
হারালাম কোথায় এ হালকা বাতাসে
সে কৌতুহলী চোখ আটকে আকাশে
হাটবে দু পা তোমার দিকে
সব মন্দভালো নেবো যে শিখে
এ অবশ নেশায়
কিছু ভুল যদি হয়
তাই হোক
লিখেছিলে নাম ঝাপসা এ কাঁচে
ভেবেছিলাম হয়তো ভালোবাসাও ছোঁয়াচে
চোখ খুলে দেখি, তুমি দাঁড়িয়ে
আর নামছিল সন্ধ্যে
শুধু চুপচাপ থেকে
দুজনে একা পাহাড়ের কোলে
ঝাপসা কুয়াশায়, শীতের আঁচলে
আমি দাঁড়িয়ে, তুমি দাঁড়িয়ে
নিভে আসা রোদের ছোঁয়ায়
হারালাম কোথায় এ হালকা বাতাসে
সে কৌতুহলী চোখ আটকে আকাশে
হাটবে দু পা তোমার দিকে
সব মন্দভালো নেবো যে শিখে
এ অবশ নেশায়
কিছু ভুল যদি হয়
তাই হোক