Ashmani Paloke Lyrics
Song: Ashmani Paloke
Singers: Rupak Tiary, Biyas Sarkar
Tune: Rupak Tiary
Lyrics: Aviman Paul
Cast: Sreetama Baidya, Binay Bhattacharjee, Srimayee Chatterjee, Tapan Pal
Ashmani Paloke song has been sung by Rupak Tiary & Biyas Sarkar. Music composed by Rupak Tiary. Lyrics written by Aviman Paul. Ashmani Paloke Lyrics Bangla. Ashmani Paloke Song Lyrics. Ashmani Paloke Song Lyrics By Rupak Tiary.
আসমানী পালকে গানটি হল রূপক তিওয়ারি ও বিয়াস সরকারের গাওয়া। রূপক নিজেই গানটির সুর তৈরি করেছে।কথা লিখেছেন অভিমান পাল। আসমানী পালকে লিরিক্স।
Ashmani Paloke Lyrics in Bengali:
আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে
তার নাম লিখে
চোখেরই ভাষাতে
কেন সে ছুঁয়ে দিল মন
অচেনা সন্ধ্যে হাওয়াতে
লুকোচুরি এই অবেলায়
কিছু সাহসী
চিরকুটে
ইচ্ছেরা
রোজ দোটানায়
বলবে কী
রাতজাগা
কোলাজে
স্বপ্ন হারায়
আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে
তার নাম লিখে
চোখেরই ভাষাতে
কেন সে ছুঁয়ে দিল মন
রাতজাগা তুলিতে
আমায় ছুঁয়ে
জলছবি মায়াতে
যায় রঙ ধুয়ে
বেহিসেবী তারে
কেন যে
বেঁধে দিলে মন
সাজানো পাতাবাহারী
বোঝেনা যে আমি তারই
কিছু সাহসী
চিরকুটে
ইচ্ছেরা
রোজ দোটানায়
বলবে কী
রাতজাগা
কোলাজে
স্বপ্ন হারায়
আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে
তার নাম লিখে
চোখেরই ভাষাতে
কেন সে ছুঁয়ে দিল মন