Jontrona Song Lyrics By Tanveer Evan
Singer: Tanveer Evan
Tune & Lyrics: Tanveer Evan
Music: Piran Khan
Lofi: Ahmed Shakib
Jontrona Song has been sung by Tanveer Evan. He also composed the tune & wrote the lyrics. Jontrona Song Lyrics. Jontrona Lyrics. Jontrona Lyrics Tanveer Evan. Jontrona Song Lyrics Bangla.
যন্ত্রণা গানটি হল তনভীর ইভান এর গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরি করেছেন ও কথা লিখেছেন। যন্ত্রণা গানের লিরিক্স।
Jontrona Song Lyrics in Bengali:
আজ এই দু'চোখ ভরে
দেখেছি তোমায় আমি
আজ এ দু'চোখের আড়ালে
হারিয়েছি তোমায় আমি
যন্ত্রণায় তোমায় ভেবে কেঁদেছি আমি
জীবনটাকে শেষ করার আশায়
গেয়ে যাই আমি
তুমি আমার হয়েও
কখনো আমায় বুঝোনি
ভেঙ্গেছো পুরোটা আমায়
তবুও গড়েছি তোমায় আমি
তোমায় আমি বলে দিতে চাই
আর পাবেনা আমায়
কষ্ট পাবো জেনেও তুমি
কাঁদিয়েছো আমায়
দিয়েছি ভালোবাসা
নিয়েছি তোমার সব ব্যথা
রেখেছি তোমায় এই বুকে
তাইতো আজ দিলে ব্যথা
মাঝে মাঝে তোমায় ভেবে
কেঁদে যাই আমি
এত কষ্টে, এত ব্যথায়
খুঁজি তোমায় আমি
কখনও ভাবিনি
এত ব্যথা দিবে তুমি
চেয়েছো ভেঙে দিতে
তা হয়েছে আজই
চলে যাওয়ার ছিলই যখন
এলে বা কেন?
স্বপ্ন ভাঙার ছিলই যখন
দেখালে বা কেন?
আজ আমার এ জীবনটা
তুমি করে দিলে একলা
কেড়ে নিলে সব আমার
স্মৃতিগুলোর রেখে গেলে ব্যথা
শেষ কথা দিলাম তোমার হয়ে
থাকব না আমি
চলে যাব সবই ছেড়ে
আমি বহুদূরে... বহুদূরে... বহুদূরে