Aasman Nodi Kotha Lyrics
Song: Aasman Nodi Kotha
Singer: Pritam Das
Composer: Pritam Das
Lyricist: Kritee Roy
Band: Taalpatar Shepai
Aasman Nodi Kotha Song has been sung & composed by Pritam Das. Lyrics written by Kritee Roy. This song has been performed by Taalpatar Shepai band. Aasman Nodi Kotha Lyrics Bangla. Aasman Nodi Kotha Song Lyrics. Aasman Nodi Kotha Lyrics By Taalpatar Shepai.
আসমান নদী কথা গানটি পারফর্ম করেছে তালপাতার সেপাই বাংলা ব্যান্ড। গানটি গেয়েছেন ও সুর তৈরি করেছেন প্রীতম দাস। কথা লিখেছেন কৃতী রায়। আসমান নদী কথা লিরিক্স।
Aasman Nodi Kotha Lyrics in Bengali:
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
মেঘের নুপুরে বারিষ আঁইকা দিও
তটিনী...চিনি চিনি
আপনভোলা তিনি
আকাশের বাড়ি চিনে
পৌঁছাইয়া গেল দিনে
প্রেমে পড়িলো বুঝি, পরাণ না মানিলো
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
সাজাও বাসর বন্ধু ফুলেরও আঙিনায়
শিশিরের আলপোনা দাও ঘাসেরও গালিচায়
আকাশে জ্যোৎস্না জ্বলে
তারারও মালিকা দোলে
নদীরও বুকে লাজে
জলের ছলাৎ ছলাৎ
ফিরোজা ওড়না তারে জড়াইয়া দিও
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
মিলনও হইবে আজি, কালবোশেখীর রাতে
বকুল ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে
প্রেমিকা তন্বী নদী
বাঁকিয়া গেল যদি
আসমানও বাজ হানিয়া
গান শুনাইয়া দিলো
দিগন্তে আকাশ আইসা নদীরে জড়াইলো
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়