Tumihina Song Lyrics

Tumihina Song Lyrics Habib Wahid

Song: Tumihina
Singer: Zarin
Tune & Music: Habib Wahid
Lyrics: Amita Karmoker

Tumihina song has been sung by Zarin. Music composed by Habib Wahid. Lyrics written by Amita Karmoker. Tumihina Song Lyrics. Tumihina lyrics. Tumihina lyrics bangla. Tumihina lyrics Habib Wahid.

তুমিহীনা গানটি গেয়েছেন জারিন। গানটির সুরকার হলেন হাবিব ওয়াহিদ। কথা লিখেছেন অমিতা কর্মকার। তুমিহীনা লিরিক্স।

Tumihina Lyrics in Bengali:


এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বলো তুমি কিছু বোঝো না
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজো না

তুমি হীনা আজও এ হৃদয়
বিরহ ব্যথায় যায় ছেয়ে যায়
জানিনা কোন সে অনলে
এ মন জ্বলে পুড়ে যায়

আমি তোমায় খুঁজতে গেলে
মেঘ যে আড়াল করে ফেলে
তোমায় ভেবে জমছে কথা
বাড়ছে কেবল গভীর ব্যথা

রইবো পথ পানে চেয়ে
এ মন মেঘে গেলে ছেয়ে
পথের মাঝে পথ হারিয়ে
খুঁজে যাই

যত দূরে যাই না আমি
তুমি এ মন জুড়ে রবে
আমি তোমায় পাই যে খুঁজে
একলা মনের অনুভবে

মনখারাপের ভীষণ ভারে
তোমায় ভাবি বারেবারে
ডুবলে বেলা ওই আঁধারে
কাছে চাই
326404665953066090

TRENDING NOW

326404665953066090