Prostab Song Lyrics By Odd Signature
Song: Prostab
Vocals: Moontasir Rakib, Ahasan Tanvir Pial
Composition: Odd Signature
Tune & Lyrics: Moontasir Rakib
Prostab Song has been sung by Moontasir Rakib & Ahasan Tanvir Pial. Moontasir Rakib has composed the tune. He has also written the lyrics. This song has been performed by Odd Signature Bengali Band. Prostab Song Lyrics. Prostab Lyrics. Prostab Song Lyrics Bangla. Prostab Song Lyrics Odd Signature.
প্রস্তাব গানটি পারফর্ম করেছে অড সিগনেচার ব্যান্ড। গানটি গেয়েছেন মুনতাসির রাকিব ও আহাসান তনভীর। গানটির কথা লিখেছেন ও টিউন তৈরি করেছেন মুনতাসির রাকিব। প্রস্তাব গানের লিরিক্স।
Prostab Song Lyrics in Bengali:
গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়
আঁকা ছিল কত শত কবিতা
স্বপ্নের সেই কবিতার ছন্দতে
মিশে ছিল তার হাসিমাখা ছবিটা
যা আঁকা ছিল অদ্ভুত রং তুলিই
যা জমা থাকে আমার মনের মাঝে
বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়
আড়ালে তুমি লুকিয়ে আছো বউ সেজে
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়
তেমন সাহস নেই আমার
তোমাকে কিভাবে প্রস্তাব জানাই
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়
তেমন সাহস নেই আমার
ও ও ও...
সেই কল্পনায় আঁকা আলপনায়
তোমায় নিয়ে ভাবা শত জল্পনায়
তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা
তোমায় নিয়ে লেখা এই কবিতা
সেই কবিতার ছন্দটা তুমি
মিশে থাকা প্রতি অক্ষরে আমি
জানা নেই কী হতে পারে শেষটায়
নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়
তেমন সাহস নেই আমার (×২)
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়
তেমন সাহস নেই আমার
তোমাকে কিভাবে প্রস্তাব জানাই
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়
তেমন সাহস নেই আমার
ও ও ও...