Meera Song Lyrics

Meera Song Lyrics Rahul Dutta

Song: Meera
Singer: Rahul Dutta
Music Composer: Rahul Dutta
Lyrics: Supratip Bhattacharya
Featuring: Sreetama Baidya

Meera Song has been sung & composed by Rahul Dutta. Lyrics written by Supratip Bhattacharya. Meera Song Lyrics. Meera Lyrics Bangla. Meera Song Lyrics By Rahul Dutta.

মীরা গানটি গেয়েছেন ও সুর তৈরি করেছেন রাহুল দত্ত। কথা লিখেছেন সুপ্রতীপ ভট্টাচার্য। মীরা গানের লিরিক্স।

Meera Lyrics in Bengali:


হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা
একাকিনী বসে কাঁদে যে মীরা

শয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা
একাকিনী বসে কাঁদে যে মীরা

উতলা এ মন
খুঁজে মরে আজীবন
কবে সে পাবে দর্শন

চাতকের মতো
কৃষ্ণপ্রেমে
তৃষ্ণার্ত সে সারাক্ষণ

রাজা রানা প্রতাপের
বিষপান করেও
মহিমা গুনে মীরা পেল অমৃতেরই স্বাদ

কানু লীলায় মেওয়ার
রানী ছন্নছাড়া

ভিখারিনী হয়ে এলো
ব্রজেরি পাড়া

একাকিনী বসে
কাঁদে যে মীরা

Meera Song Lyrics in English Transliteration:


Hothat kore rajar ghore porlo je sara
Krishna preme rajkumari matowara
Ekakini bose kande je Meera

Shoyone swopone holo dishehara
Banshir surey uthal patal jomuna dhara
Ekakini bose kande je Meera

Utola e mon
Khunje morey ajibon
Kobe se pabe dorshon

Chatoker moto
Krishna preme
Trishnarto se sarakkhon
326404665953066090

TRENDING NOW

326404665953066090