Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics
Song: Ekbar Biday De Ma Ghure Ashi
Composer & Lyricist: Pitambar Das
Cover artist: Debolina Nandy
Ekbar Biday De Ma Ghure Ashi Song was written & composed by Pitambar Das. This song was written in remembrance of Khudiram Bose. Recently Debolina Nandy has covered this song. Ekbar Biday De Ma Ghure Ashi Song Lyrics. Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics Bangla. Ekbar Biday De Maa Ghure Ashi Song Lyrics. Ekbar Biday De Maa Ghure Ashi Lyrics. Ekbar Biday De Ma Ghure Asi Lyrics.
একবার বিদায় দে মা ঘুরে আসি গানটির সুরকার হলেন পীতাম্বর দাস। তিনি নিজেই গানটির কথা লিখেছিলেন। গানটি কভার করেছেন দেবলীনা নন্দী। দেশপ্রেমিক ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এই গানটি তৈরি করা হয়েছিল। একবার বিদায় দে মা ঘুরে আসি লিরিক্স।
Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics in Bengali:
একবার বিদায় দে মা, ঘুরে আসি
একবার বিদায় দে মা, ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে, মাগো
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে, মাগো
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আর এক ইংল্যান্ডবাসী
আমি বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আর এক ইংল্যান্ডবাসী
একবার বিদায় দে মা, ঘুরে আসি
একবার বিদায় দে মা, ঘুরে আসি
শনিবার বেলা দশটার পরে
জজকোর্টেতে লোক না ধরে, মাগো
শনিবার বেলা দশটার পরে
জজকোর্টেতে লোক না ধরে, মাগো
হল অভিরামের দ্বীপ চালান মা
ক্ষুদিরামের ফাঁসি
হল অভিরামের দ্বীপ চালান মা
ক্ষুদিরামের ফাঁসি
একবার বিদায় দে মা, ঘুরে আসি
একবার বিদায় দে মা, ঘুরে আসি
বারো লক্ষ তেত্রিশ কোটি
রইলো মা তোর বেটা বেটি, মাগো
বারো লক্ষ তেত্রিশ কোটি
রইলো মা তোর বেটা বেটি, মাগো
তাদের নিয়ে ঘর করিস মা
মোদের করিস দাসী
ও মা, তাদের নিয়ে ঘর করিস মা
মোদের করিস দাসী
একবার বিদায় দে মা, ঘুরে আসি
একবার বিদায় দে মা, ঘুরে আসি
দশ মাস, দশ দিন পরে
জন্ম নেব মাসির ঘরে, মাগো
দশ মাস, দশ দিন পরে
জন্ম নেব মাসির ঘরে, মাগো
তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি
তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি
একবার বিদায় দে মা, ঘুরে আসি
একবার বিদায় দে মা, ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী
একবার বিদায় দে মা, ঘুরে আসি
একবার বিদায় দে মা, ঘুরে আসি