Chokher Niche Kalo Dag Song Lyrics

Chokher Niche Kalo Dag Lyrics

Song: Chokher Niche Kalo Dag
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music: Ankur Mahamud
Starring: Tuhin Chowdhury, Xara Noor, Sobuj Ahmed
Label: Eagle Music

Chokher Niche Kalo Dag Song has been sung, tuned & written by Samz Vai. Chokher niche kalo dag song lyrics. Chokher Niche Kalo Dag Lyrics Bangla.

চোখের নিচে কালো দাগ গানটি হল সামজ ভাইয়ের গাওয়া। তিনি নিজেই গানটির টিউন তৈরি করেছেন ও কথা লিখেছেন। চোখের নিচে কালো দাগ লিরিক্স।

Chokher Niche Kalo Dag Lyrics in Bengali:


খেয়ালের আড়ালে
কালো চাঁদ উঠেছে
আর আমি বোকা জবা ফুল
মরে গেছি আদরে

নির্বাক ওই চাহনির নিচে
জমে থাকা ধুলোয়
মুছে গেছে আমার ছবিটা
এক তপ্ত বিকেলে

এই আমি পাথর নই
তবু কেন ভেঙে চুরমার করে দিলি
তোর সেই কালো যাদুর মায়াতে
কেনো মোরে কব্জা করে নিলি

পারবি কি তুই
চোখের নিচের কালো দাগ আমার মুছে দিতে
পারবি কি তুই
মৃত্যুর কোল থেকে ফিরিয়ে নিয়ে,
আমায় আবার সাজাতে

আমি আজ বড় অসহায়, তুই হারাতে
কেন করলি এত অভিমান ভালোবাসাতে

আমার আধমরা এই লাশ
আমি মাসের পরে মাস
না দিলি পুরা মাটি
পারলে কবর দিয়া যাস

কিছু ব্যথায় জং ধইরাছে মনে
ভেলকিটা দেখাইলি গোপনে
আমার নরম বুকটা পাইয়া
করলি তুই সুখ দুঃখের চাষ

আমার মনটারে কি পাইছিলি তুই
গুলিস্তানের বাজার
নানান হিসেব নিকেষ কইরা
পরে কেন মুখ ফিরাইলি আবার

স্মৃতি শর্প হইয়া দংশন করে
রাইত বিরাতে সব
এত সব আদরের ডাক ভুইলা
এহন তুই কেমনে ডাকোস আপনে

আমার ঘুড়িরই মতো জীবন
দিলি সুতাটারে ছাইরা
বিশ্বাস কর পারবোনা কেউ তোরে
ভালোবাসতে আমার মতো কইরা

জীবন আর মায়ার ব্যথা
সবই তো বুঝে গেছি
নিঃশ্বাসটারে ভালোবাইসা আজ
লাশের মতো বাঁইচা আছি

এত ভালোবাসা দিইয়া
কেন গেলি আড়াল হইয়া
আছি তোরই অপেক্ষাতে
দেখনারে আসিয়া

যায় কি রে তোর সময় ভালো
আমারে ছাড়িয়া
আমার দুঃখ আমি বইলাম
দেখলিনা চাহিয়া

দুঃখ গুনে দিন চলে যায়
রাতের পরে রাত
যত্ন করে রেখেছি সব
তোর দেওয়া আঘাত

পারবি কি তুই
চোখের নিচের কালো দাগ আমার মুছে দিতে
পারবি কি তুই
মৃত্যুর কোল থেকে ফিরিয়ে নিয়ে,
আমায় আবার সাজাতে

আমি আজ বড় অসহায়, তুই হারাতে
কেন করলি এত অভিমান ভালোবাসাতে

আমি পাথর নই
তবু কেন ভেঙে চুরমার করে দিলি
তোর সেই কালো যাদুর মায়াতে
কেনো মোরে কব্জা করে নিলি

পারবি কি তুই
চোখের নিচের কালো দাগ আমার মুছে দিতে
পারবি কি তুই
মৃত্যুর কোল থেকে ফিরিয়ে নিয়ে,
আমায় আবার সাজাতে
326404665953066090

TRENDING NOW

326404665953066090