Song: Brishtir Gaan
Composer, Singer, Lyricist: Aditi Chakraborty
Brishtir Gaan is sung, composed & written by Aditi Chakraborty. Brishtir Gaan Lyrics. Brishtir Gaan Lyrics Aditi Chakraborty. Brishtir Gaan Lyrics Bangla.
বৃষ্টির গান টি অদিতি চক্রবর্তীর গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরি করেছেন ও কথা লিখেছেন। বৃষ্টির গান লিরিক্স।
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা
চমকে চমকে দেখি আকাশ আলোর ছটা
দামামা বাজিয়ে ওই প্রলয়ের মুখরতা
গুরুগম্ভীর নাদে ধায়
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা
শ্রাবণের মেঘ দেখে ময়ূর সচকিত
মাতাল গাছের সারি দোলা দেয় পুলকিত
সিক্ত মলিন দেহ কেঁপে ওঠে থর থর
দখিনা বাতাস লাগে গায়
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা
আকাশে বুক চিরে বিজলী চমকিত
সোনালী রুপোলি আলোয় ছবি আঁকে কতশত
হৃদয়ের গহ্বরে বারি ঝরে অবিরত
তাই তো মল্লার গায়
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা