Bina Doshe Saja Lyrics
Song: Bina Doshe Saja
Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo
Music: Ankur Mahamud
Starring: Afjal Sujon, Subha, Sobuj Ahmed, Jahangir Kabir
Label: Eagle Music
Bina Doshe Saja Song has been sung & tuned by Jisan Khan Shuvo. Music composed by Ankur Mahamud. Bina Doshe Saja Song Lyrics. Bina Doshe Saja Lyrics By Jisan Khan Shuvo. Bina Doshe Saja Lyrics Bangla.
বিনা দোষে সাজা গানটি হল জিসান খান শুভ এর গাওয়া। তিনি নিজেই গানটির কথা লিখেছেন ও টিউন তৈরি করেছেন। বিনা দোষে সাজা লিরিক্স।
Bina Doshe Saja Lyrics in Bengali:
কিবা মনে, কী পরানে
কিবা মনে, কী পরানে
এত অবহেলা
ভুল ছিল না, তবু সাজা
বিনা দোষে দিলা
ভুল ছিল না, তবু সাজা
বিনা দোষে দিলা
সে তো জানে, সে তো মানে
সে তো জানে, সে তো মানে
আছি কত ভালো
এত ভালো রাখবে না সে
কথা দিয়েছিল (×২)
অন্ধজনে প্রেম সাধনে
অন্ধজনে প্রেম সাধনে
গেল সারাবেলা
ভুল ছিল না, তবু সাজা
বিনা দোষে দিলা
ভুল ছিল না, তবু সাজা
বিনা দোষে দিলা
আমি জানি, আমি মানি
আমি জানি, আমি মানি
খুঁজবে সে আমারে
যেদিন আমি থাকবো না আর
এ মায়ার সংসারে (×২)
অন্ধজনে প্রেম সাধনে
অন্ধজনে প্রেম সাধনে
কাটে সারাবেলা
ভুল ছিল না, তবু সাজা
বিনা দোষে দিলা
ভুল ছিল না, তবু সাজা
বিনা দোষে দিলা