Song: Asha
Singer: Habib Wahid
Tune & Music: Habib Wahid
Lyricist: Mir Shariful Karim Srabon
Asha Song has been sung & tuned by Habib Wahid. Lyrics written by Mir Shariful. Asha Song Lyrics. Asha Lyrics By Habib Wahid. Asha Song Lyrics Habib Wahid.
আশা গানটি হল হাবিব ওয়াহিদ এর গাওয়া। তিনি নিজেই গানটির টিউন তৈরি করেছেন। গানটির কথা লিখেছেন মীর শরিফুল। আশা গানের লিরিক্স।
ওই ছোট্ট গলিতে আমি হাঁটি, চলি ফিরি
গুনগুন গান গাই
তোমায় খুঁজে মরি
যদি এমনই হঠাৎ দেখা হয়ে যায়
এই আশা
এই আশা
ওওও হোওওও ওওও হোওওও
ওওও হোওওও ওওও হোওওও
হাওয়া জানে, কোথায় থাকো
তোমার কী ঠিকানা
হাওয়া জানে, কোথায় থাকো
তোমার কী ঠিকানা
কোন বারান্দায় চুল শুকাও
আর কোথায় মেলো জামা
আমি শুধু জানি এই
ছোট্ট গলি তোমার সীমানা
যদি এমনই হঠাৎ দেখা হয়ে যায়
এই আশা
এই আশা
এই আশা
এই আশা
Oi chhotto golite ami hanti, choli firi
Gungun gaan gaye
Tomay khunje mori
Jodi emoni hothat dekha hoye jay
Ei asha
Ei asha
Oooo hooooo oooo hooooo
Oooo hooooo oooo hooooo
Hawa jane kothay thako
Tomar ki thikana
Kon baranday chul shukao
Ar kothay melo jama
Ami shudhu jani ei
Chhotto goli tomar siman