Shunnotar Gaan Lyrics

Shunnotar Gaan Song Lyrics

Song: Shunnotar Gaan
Band: Shironamhin
Singer: Sheikh Ishtiaque
Composition, Tune: Shishir Ahmed
Lyricist: Sheikh Ishtiaque

Shunnotar Gaan Song has been sung & written by Sheikh Ishtiaque. Music composed by Shishir Ahmed. Shunnotar Gaan has been performed by the Bengali band "Shironamhin". Shunnotar Gaan Lyrics. Shunnotar Gaan Lyrics Bangla. Shunnotar Gaan Lyrics By Shironamhin.

শূণ্যতার গান হল বাংলা ব্যান্ড "শিরোনামহীন" এর গান। গানটি গেয়েছেন শেখ ইসতিয়াক। গানটির সুরকার হলেন শিশির আহমেদ। গানটির কথা লিখেছেন শেখ ইসতিয়াক। শূণ্যতার গান লিরিক্স।

Shunnotar Gaan Lyrics in Bengali:


তুমি হারিয়ে গেছো
আলোর সাগরে
ফেলে আঁধারে আমায় তুমি
চার দেয়ালের মাঝে

বিষন্ন কালো নীড়ে
জীর্ণ শীর্ণ মনে
হারিয়ে আমি আমায় ফেলে
আধো ক্লান্ত পথে

অজস্র কালো মেঘের ভিড়ে
ক্ষণিকের আলোর আশা

আমার ঘরের অন্ধকারে
নীল আকাশের ছবি
আমার নির্ঘুম দু'চোখ দিয়ে
স্থির যে থাকি

আর মাঝ আঁধারে
গাইবো তোমায় নিয়ে
বিষন্নতার সুরে

তোমায় নিয়ে আঁকা
আমার সব ছবি
নির্বাক পৃথিবী

সব কষ্টেরা ভিজে
মেঘের আড়ালে
বৃষ্টি হয়ে ঝরে পড়ে
আমার মনের ঘরে

শত যন্ত্রণার মাঝে
আমার লেখা চিঠি
শুকনো পাতা হয়ে ঝরে পড়ে
ধরনীর বুকে

আমার চার দেয়ালে
বিষন্নতার সুরে
গাই শূণ্যতার গানে

আমার ঘরের অন্ধকারে
নীল আকাশের ছবি
আমার নির্ঘুম দু'চোখ দিয়ে
স্থির যে থাকি

আর মাঝ আঁধারে
গাইবো তোমায় নিয়ে
বিষন্নতার সুরে

তোমায় নিয়ে আঁকা
আমার সব ছবি
নির্বাক পৃথিবী
326404665953066090

TRENDING NOW

326404665953066090