
Oliro Kotha Shune Lyrics by Hemanta Mukherjee
Cover Version Credit:
🎤 Singers: Tasnim Anika & Tareq Turjo
About the Song
“Oliro Kotha Shune” is an evergreen romantic classic from the golden age of Bengali music. The original song was masterfully sung and composed by the legendary Hemanta Mukherjee, with timeless lyrics written by the great Gauriprasanna Mazumder. The song is a beautiful piece of poetry where the singer complains to his beloved, comparing her unresponsiveness to the way nature joyfully interacts.
This iconic song's appeal has endured through generations, leading to many modern reinterpretations. A popular recent cover version was performed as a duet by Tasnim Anika and Tareq Turjo, bringing its classic charm to new audiences. The complete lyrics are provided below.
"অলিরও কথা শুনে বকুল হাসে" বাংলা গানের স্বর্ণযুগের এক অমর সৃষ্টি। হেমন্ত মুখোপাধ্যায়ের অনবদ্য কণ্ঠে এবং সুরে এই গানটি আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন। গানটির কালজয়ী কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। গানটি বিভিন্ন সময়ে বহু শিল্পী কভার করেছেন, যার মধ্যে তাসনিম অনিকা ও তারেক তুর্জের গাওয়া সংস্করণটি অন্যতম।
Oliro Kotha Shune Lyrics in Bengali
🎶 অলিরও কথা শুনে বকুল হাসে | Oliro Kotha Shune Lyrics
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো,
তুমি আমার কথা শুনে হাসো না তো?
ধরারও ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো,
তুমি আমার কাছে কভু আসো না তো?
আকাশ পারে ওই অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
আকাশ পারে ওই অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো,
তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো?
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো,
তুমি আমার কথা শুনে হাসো না তো?
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করো না কেন
ওগো ধন্য মোরে। (×২)
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালোবাসে
কই তাহার মতো,
তুমি আমায় তবুও ভালোবাসো না তো?
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো,
তুমি আমার কথা শুনে হাসো না তো?
ধরারও ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো,
তুমি আমার কাছে কভু আসো না তো?
Oliro Kotha Shune Lyrics in English Transliteration
Frequently Asked Questions:
- Who is the original singer of 'Oliro Kotha Shune'?
- The original timeless version of this song was sung and composed by the legendary Hemanta Mukherjee (also known as Hemant Kumar).
- What is the meaning of the line 'Oliro kotha shune bokul hase'?
- The line translates to "Hearing the words of the bee, the Bokul flower smiles." It's a poetic way of saying that even nature responds with joy to the whispers of a lover, creating a contrast with the beloved who doesn't respond in the same way.
- Who wrote the lyrics for this song?
- The beautiful and evocative lyrics for 'Oliro Kotha Shune' were written by the renowned lyricist Gauriprasanna Mazumder.
- Has this song been covered by modern artists?
- Yes, this song is extremely popular and has been covered by many artists. A notable recent duet version was performed by Bangladeshi singers Tasnim Anika and Tareq Turjo.