Song: Hridoya
Singer: Pritam Das
Composer: Pritam Das
Lyricist: Kritee Roy
Mixing: Sumon Ghosh
Cover Art: Saikat Roy
Band: Taalpatar Shepai
Hridoya song has been sung & composed by Pritam Das. Lyrics written by Kritee Roy. Hridoya Song has been performed by Bangla Band Taalpatar Shepai. Hridoya Lyrics Taalpatar Shepai. Hridoya Song Lyrics. Hridoya Lyrics. Hridoya Lyrics Bangla.
হৃদয়া গানটি হল প্রিতম দাস এর গাওয়া। সে নিজেই গানটির সুর তৈরি করেছে। গানটির কথা লিখেছে কৃতি রায়। হৃদয়া গানটি পারফর্ম করেছে তালপাতার সেপাই বাংলা ব্যান্ড। হৃদয়া গানের লিরিক্স।
এখানে বন্দি জানালাতে
ঘনিয়ে আসে চোখে
অবিরত স্মৃতি...!
আকাশের ডাকঘরে দেখি
সীমান্তে জমেছে
মেঘের ডাকটিকিট
তোমাকে অনুভবে
সাজিয়ে ভেবে ভেবে
কত শব্দ-লতা বাড়ে...
সময় ফুল হয়ে
অপেক্ষার জলে
ফুটবে ঠোঁটের কিনারে
দেখা হোক আলোয়; কাটুক এ ছায়া
কতকাল দেখিনি তোমায় হৃদয়া
চার দেওয়ালে থমকে আছে বাঁচা
ডানা খুঁজছে বাতাস ভেঙে খাঁচা
তুমিও প্রান্তবাসিনী আজ
বহুদূরে একা
প্রবাসী নীড়ে আজ...!
আমায় ভেবে ভেবে ঠিকই
তুমিও বুনে যাবে
স্মৃতির কোলাজ...!
ব্যথায় নুয়ে পড়া
পৃথিবী ক্লান্ত অসুখে
এখন চারিদিক...
তবুও আশা রাখি
আমরা মুখোমুখি
জড়িয়ে ধরবোই ঠিক...।
দেখা হোক আলোয়; কাটুক এ ছায়া
কতকাল দেখিনি তোমায় হৃদয়া
চার দেওয়ালে থমকে আছে বাঁচা
ডানা খুঁজছে বাতাস ভেঙে খাঁচা