Aponbhola Lyrics Rishi Panda

Aponbhola Song Lyrics By Rishi Panda

Song: Aponbhola
Music & Lyrics: Rishi Panda
Illustration & Animation: Rishi Panda

Aponbhola Song has been sung, composed & written by Rishi Panda. Aponbhola Lyrics. Aponbhola Song Lyrics. Aponbhola Lyrics Rishi Panda. Aponbhola Lyrics Bangla.

আপনভোলা গানটি হল ঋষি পান্ডার গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরি করেছেন ও কথা লিখেছেন। আপনভোলা গানের লিরিক্স।

Aponbhola Song Lyrics in Bengali:


লাল মাটির চাদর ছেড়ে মন আকাশে উড়ল তুলির রং
ধরে রাখা যায় না কেনো পাখা মেলে গুণী সাতকাহন

সাধারণ এ জীবন আমার, ভাত কাপড়েই আমার দিনযাপন

তা রা রা তা    তা রা    তা রা তা
তা রা রা তা    তা রা    তা রা তা
তা রা রা     তা রা তা     তা রা তা    তা

কখন আকাশ সবুজ হলো, ওই দেখা যায় রঙিন মাছের ভিড়
জলের নিচে বাতাস চলে, সাঁতার কেটে ঘুড়ছে দল পাখির

আমি আকাশ কুসুম ভাবি শুধু
কল্পনাতেই আমার বিচরণ

তা রা রা তা তা রা তা রা তা
তা রা রা তা তা রা তা রা তা
তা রা রা তা রা তা তা রা তা তা

আমার ভাবের সাধু আজান পড়ে মনের দুখ জুড়ায়
এথায় সবাই সবার বন্ধু সবার মানুষ পরিচয়

এই জগতে নেইকো পিছুটান
শুধুই মনের মতো গল্প বুনে জিরয় আমার প্রাণ

যতই সবাই আটকে ধরুক একলা পথেই যাব অনেক দূর
আমি একাই ভালো থাকতে শিখি একার গানে একাই ধরি সুর

আমি আপনভোলা মানুষ কোন
ঘোরপ্যাঁচে তাই নেইকো আমার মন
326404665953066090

TRENDING NOW

326404665953066090