Tui Jiboner Cheye Beshi Song Lyrics

Tui Jiboner Cheye Beshi Lyrics

Song: Tui Jiboner Cheye Beshi
Singers: Baul Sukumar, Samz Vai
Lyricist: Dewan Lalan Ahmed
Rap Lyrics: Samz Vai
Tune: Shimul Dip Bijon
Music: Ankur Mahamud
Cast: Arnab, Methila, Oishy, Sumi & Shema Palma
Label: Eagle Music

Tui Jiboner Cheye Beshi Song has been sung by Baul Sukumar & Samz Vai. Lyrics written by Dewan Lalan Ahmed. Rap Lyrics written by Samz Vai. This song is tuned by Shimul Dip Bijon. Music composed by Ankur Mahamud. Tui Jiboner Cheye Beshi Song Lyrics. Tui Jiboner Cheye Beshi Lyrics Bangla.

তুই জীবনের চেয়ে বেশি গানটি হল বাউল সুকুমার ও স্যামজ ভাই এর গাওয়া। গানটির সুরকার হলেন অঙ্কুর মাহমুদ। তুই জীবনের চেয়ে বেশি লিরিক্স।

Tui Jiboner Cheye Beshi Lyrics in Bengali:


বন্ধুরে তোর জন্য পরাণ খুইলা দিসি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

তোর কাজল কালো চোখ দেইখা
গলায় উঠলো ঢোক
তোরে আসমানের চাঁদ পাইরা দিমু
একলা করিস ভোগ

আমার একতারা নাই
তবু তোরে শোনায় যেমন গান
তুই কান পাতিয়া রাখিস লগে...এক খিলি পান

একটুখানি না দেখিলে লাগে হাঁসফাঁস
তুই আমার আশীর্বাদ, তুই সর্বনাশ
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

তোর অন্তরেতে একটু জায়গা
দিলেই আমি খুশি
তোরে মাথায় তুইলা নিত্য করুম
লাগলে বারোমাসই
তোরে তাজমহল না দিলেও কিন্তু
দিতে পারুম হাসি
আর রাজি না হইলে আনুম
হ্যামিলওনের বাঁশি

পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস
পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস

তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

তুই আসমান জমিন খুঁইজা দেখিস
ভালো কইরা খবরটা নিস
আমি আইনা দিমু একটা সুখেরই আবাস

জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন
তোর জীবনে বাঁচতাম দুইজন
জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন
তোর জীবনে বাঁচতাম দুইজন

তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
326404665953066090

TRENDING NOW

326404665953066090