Tui Asbi Kobe Bol Song Lyrics

Tui Asbi Kobe Bol Lyrics

Song: Tui Asbi Kobe Bol
Singer: Mekhla Dasgupta
Music: Indraadip Dasgupta
Lyricist: Ritam Sen
Album: Naivedya Vol. 1

Tui Asbi Kobe Bol Song has been sung by Mekhla Dasgupta. This song is from the album "Naivedya". Music composed by Indraadip Dasgupta. Lyrics written by Ritam Sen. Tui Asbi Kobe Bol Song Lyrics. Tui Asbi Kobe Bol Lyrics Bangla. Tui Asbi Kobe Bol Song Lyrics Mekhla Dasgupta.

তুই আসবি কবে বল গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত। গানটি হল নৈবেদ্য অ্যালবামের গান। গানটির সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। কথা লিখেছেন ঋতম সেন। তুই আসবি কবে বল লিরিক্স।

Tui Asbi Kobe Bol Lyrics in Bengali:


পড়ছে মনে, চোখের কোণে
ব্যথার সোনা জল
হাওয়ারই ঝোঁকে, ঝরা পালকে
বানভাসি অঞ্চল

তুই আসবি কবে
আসবি কবে বল
তুই আসবি কবে
আসবি কবে বল

স্বরলিপি ভাঙলো কে
অভিসারী দুই চোখে
কতটুকু পাই তোকে,
তুই বল

বালুচরী দিন জোটে
সারা গায়ে ফুল ফোটে
কেন ভাষা নেই ঠোঁটে
তুই বল

একটি কথা, সন্ধি পাতায়
কান্না টলমল
এক লহমার, এই তো আমার
মন খারাপের ছল

তুই আসবি কবে
আসবি কবে বল
তুই আসবি কবে
আসবি কবে বল

আর কতটা সময় বল
পেরিয়ে তোকে ছুঁই
দখিন বারান্দায়
শুকিয়ে এলো জুঁই (×২)

বিকেল রঙের, রোদ ধরেছে
আসবি বলে তুই
বিকেল রঙের, রোদ ধরেছে
আসবি বলে তুই

নীলচে খামে, রাত্রি নামে
হৃদয়ে সকাল
খুঁজছি তোকে, সন্ধ্যাতারায়
খুঁজছি কতকাল

তুই আসবি কবে
আসবি কবে বল
তুই আসবি কবে
আসবি কবে বল
326404665953066090

TRENDING NOW

326404665953066090