Tui Amar Lyrics (তুই আমার) Maradonar Juto | Rupak Tiary
Song: Tui Amar
Movie: Maradonar Juto
Singer: Rupak Tiary
Music: Savvy
Lyrics: Prasen
Cast: Susmita Chatterjee, Amartya Ray, Joydeep Mukherjee, Sujan Neel Mukherjee, Moyna, Ujan Chatterjee
Tui Amar song is from the movie Maradonar Juto. This song has been sung by Rupak Tiary. Music composed by Savvy. Lyrics written by Prasen. Tui Amar Song Lyrics. Tui Amar Lyrics. Tui Amar Lyrics Rupak Tiary. Tui Amar Lyrics Maradonar Juto.
তুই আমার গানটি হল "মারাদোনার জুতো" সিনেমার গান। গানটি গেয়েছেন রূপক তিওয়ারি। গানটির সুরকার হলেন স্যাভি। গানটির কথা লিখেছেন প্রসেন। তুই আমার গানের লিরিক্স।
তুই তুই তুই
হয়ে যা না
ঘুমপারানি কোন এক নিরালা
তুই তুই তুই
বয়ে যা না
রাত্রি জাগা কোন সুর লাগাম ছাড়া
পুড়ে নিতে আমি জানি
তোর আগুনের আবছায়ায়
এমনিতেও অভিমানী
তোর কাজলেরা চোখের পাতায়
সব মিলিয়ে বুঝে ফেলি
তুই আমার
তুই তুই তুই
হয়ে যা না
ঘুমপারানি কোন এক নিরালা
পেন-পেন্সিলে খুনসুটি গুলো
যদি তোর মনে থাকে
এই তো সেদিনের রূপকথারা আজ
হাতছানি দিয়ে ডাকে
মিথ্যে খেলাঘর সাজিয়েছে বেশ
আমাদের ইচ্ছেগুলো
সত্যি আর ভুলের বোঝাবুঝি সব
শেষ পথে চলে গেল
সব মিলিয়ে বুঝছি আমি হতচ্ছাড়া
তুই তুই তুই
হয়ে যা না
ঘুমপারানি কোন এক নিরালা
সব মিলিয়ে বুঝছি আমি হতচ্ছাড়া...
Tui tui tui
Hoye ja na
Ghumparani kono ek nirala
Tui tui tui
Boye ja na
Ratri jaga kono sur lagam chhara
Purey nitey ami jani
Tor aguner abchhayay
Emniteo obhimani
Tor kajolera chokher paatay
Sob miliye bujhe feli
Tui amar