Song: Pichutaan
Singer: Anushka Patra
Music: Samrat Bose
Lyricist: Barnali Chakraborty
Music Label: Suchitra Music
Pichutaan Song has been sung by Anushka Patra. Music composed by Samrat Bose. Lyrics written by Barnali Chakraborty. Pichutaan is often spelled as Pichutan & Pichhutan & Pichhutaan. Pichutaan Lyrics. Pichutaan Song Lyrics By Anushka Patra. Pichutaan Lyrics Bangla.
পিছুটান গানটি হল অনুষ্কা পাত্রের গাওয়া। গানটির সুরকার হলেন সম্রাট বসু। গানটির কথা লিখেছেন বর্ণালী চক্রবর্তী। পিছুটান গানের লিরিক্স।
তুই যদি হারাস
করবো না বারণ
তোর মনে জাগবে ঠিক
পিছুটান
যায় যে সময়
তোর না বলা কারণ
তোর মনে জাগবে ঠিক
পিছুটান
ভিজে চোখে আয়না তোকে
কী করে হারাব
কী যে করি বলনা
দূরে যেতে না পারবো
তোর মনে জাগবে ঠিক
পিছুটান
তুই যদি হারাস
করবো না বারণ
তোর মনে জাগবে ঠিক
পিছুটান
যায় যে সে দিন
কেটে যায় মেঘ নীল
কেটে যায় মেঘ নীল
দূর আকাশে
কী করি পোড়া মন
শোনে না যে বারণ
মনে অনুরণন
তোর নাম আসে
ভিজে বুকে আয়না এক
আগুন জ্বালাব
কী যে করি বলনা
দূরে যেতে না পারবো
ফিরে চলে আয়না মনের
জ্বালা জুড়াব
কাছে এলে আয় না আর
যেতে না দেবো
তোর মনে জাগবে ঠিক
পিছুটান
Tui jodi harash
Korbo na baron
Tor mone jagbe thik
Pichutaan
Jay je somoy
Tor na bola karon
Tor mone jagbe thik
Pichutan
Vije chokhe ayna toke
Ki kore harabo
Ki je kori bolna
Durey jete na parbo
Tor mone jagbe thik
Pichutaan