Otit Lyrics Arman Alif

Otit Song Lyrics By Arman Alif

Song: Otit
Vocal: Arman Alif
Lyrics & Tune: Arman Alif
Music: Sojib Das
Label: G Series

Otit Song has been sung & tuned by Arman Alif. He also wrote the lyrics. Otit Lyrics. Otit Song Lyrics. Otit Song Lyrics Arman Alif. Otit Song Lyrics Bangla.

অতীত গানটি হল আরমান আলিফ এর গাওয়া। সে নিজেই গানটির টিউন তৈরি করেছে ও কথা লিখেছে। অতীত গানের লিরিক্স।

Otit Lyrics in Bengali:


এখন আর আড্ডায় বসে
আগুন ঘোরে না
কে কারে ঘুম পাড়ায়
কার ঘুম হয়না

বারেবারে বদলে যাওয়া
তাতেই নাকি সুখ
ভয় হয় তারেও যদি ধরে রে
আমার অসুখ

সে একদিন বলেছিল
মানুষ বদলে যায়
তার কথা মনে করে
বদলে গেছি তাই

আমায় ছাড়া একটা দিনও
বাঁচা নাকি দায়
সে জানে কি ওপারেও তার এই মিথ্যের
ক্ষমা নাই

বালিশের নিচে রাখা ফোন আর
কেঁপে ওঠে না
সে কি ভুলে গেছে তার কন্ঠ ছাড়া
ঘুম হত না

তার পারফিউমের গন্ধ যেন
আমায় না ভাবায়
আমি সস্তা সিগারেট হাতে তারে
দিয়েছি বিদায়

তার পুরনো খাতায়, বইয়ের পাতায়
লিখেছিল যে নাম সেগুলো
হিজিবিজি কালির নিচে,
রইলো না তার দাম।

আমার ভালোলাগার সাজে
তারে শাস্তি বরং দিস
যে সাজ দেখে দেখে কবিতা লিখতাম

আগের সাজে সেজে
আয় নারে বিপরীতে
একবার যদি দাঁড়ায়
আমায় খুঁজতে পারে সে

তখন কান্না বুঝবে কে
তার কান্না মুছবে কে
তাই প্রয়োজন নেই
আয়নাটাতে অতীত ভাসাতে

প্লিজ বলে দিস তারে
গান তুই বলে দিস তারে
326404665953066090

TRENDING NOW

326404665953066090