Oi Mousumi Mon Song Lyrics

Oi Mousumi Mon Lyrics

Song: Oi Mousumi Mon
Original Singer: Manabendra Mukhopadhyay
Cover Singer: Aditi Chakraborty

Oi Mousumi Mon Song was originally sung by Manabendra Mukhopadhyay. This song has been covered by Aditi Chakraborty. Oi Mousumi Mon Song Lyrics. Oi Mousumi Mon Lyrics Bangla. Oi Mousumi Mon Shudhu Rong Bodlai Lyrics.

ওই মৌসুমী মন গানটি গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। গানটি কভার করেছেন অদিতি চক্রবর্তী। ওই মৌসুমী মন গানের লিরিক্স।

Oi Mousumi Mon Lyrics in Bengali:


ওই মৌসুমী মন
শুধু রং বদলায়
এই মৌমাছি মন
মরে মৌ পিয়াসায় (×২)

সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে
সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে
চলো তরঙ্গেরে, তাকে দোলায়
মরি যে হায়
হায়...

ওই মৌসুমী মন

জানিনা... জানিনা
কী মধু আবেশে
কী কথা ভাবে সে
জানিনা

কী নিয়ে থাকে সে
কী ছবি আঁকে সে
যে রে
জানিনা

তার দুকূলে ভাসানো
লহরী কাঁপানো
ভাবেরও খেলাতে
বেলা যে যায়

সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে
সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে
চলো তরঙ্গেরে, তাকে দোলায়
মরি যে হায়
হায়...

ওই মৌসুমী মন

কী করে কাটি
ও মনে দাগ
ও চোখে আঁকি
এ অনুরাগ

জানিনা... জানিনা
কী করে কবে সে
আমারই হবে সে
জানিনা

কী ভালো বোঝে সে
কী আজও খোঁজে সে
যে রে
জানিনা

তার প্লাবনে ভাসানো
নেশাতে মেশানো
রূপেরই তরী সে
বাঁধে কোথায়

সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে
সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে
চলো তরঙ্গেরে, তাকে দোলায়
মরি যে হায়
হায়...

ওই মৌসুমী মন
শুধু রং বদলায়
এই মৌমাছি মন
মরে মৌ পিয়াসায়

সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে
সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে
চলো তরঙ্গেরে, তাকে দোলায়
মরি যে হায়
হায়...

Oi Mousumi Mon Lyrics in English Transliteration:


Oi Mousumi Mon
Shudhu rong bodlai
Ei moumachhi mon
Morey mou piyasay

Sona ronge re, totini ronge re
Sona ronge re, totini ronge re
Cholo toronge re, takey dolay
Mori je haye
Haye...

Oi Mousumi Mon

Janina... Janina
Ki modhu abeshe
Ki kotha vabe se
Janina

Ki niye thake se
Ki chhobi anke se
Je re
Janina

Tar dukule vasano
Lohori kanpano
Vabero khelate
Bela je jay
326404665953066090

TRENDING NOW

326404665953066090