Lukochuri Lyrics Dev Arijit

Lukochuri Song Lyrics By Dev Arijit

Song: Lukochuri
Singers: Dev Arijit, Poorvi Kautish
Lyrics: Dev Arijit, Parnab Bhattacharya

Lukochuri Song has been sung by Dev Arijit & Poorvi Kautish. Lyrics written by Dev Arijit & Parnab Bhattacharya. Lukochuri Lyrics. Lukochuri Song Lyrics. Lukochuri Lyrics Bangla. Lukochuri Lyrics Dev Arijit.

লুকোচুরি গানটি হল দেব অরিজিৎ এবং পূরবী কৌতিশের গাওয়া। গানটির কথা লিখেছেন দেব অরিজিৎ ও প্রণব ভট্টাচার্য। লুকোচুরি গানের লিরিক্স।

Lukochuri Song Lyrics in Bengali:


মধ্যম মধ্যম চলে
ঝোড়ো হাওয়া কী আজ বলে,
আজ না, আজ না
আজ ফিরবে না আর ঘরে।

সূর্য্য চুপ চুপ করে
লুকোচুরি মেঘের পাড়ে
আজ না, আজ না
আজ ডুববে না সে পাহাড়ে

শান্ত টিম টিম করে
কত জোনাকি চর্চা করে
চল না চল না,
ভেঙ্গে চেনা গন্ডির পাড়ে

একলা আকাশ জানে
যত জটিল কথার মানে
পড়ে যাই চিন্তায়
পথ খুঁজেছি বারেবার

আর্জিরা আজ মেলে দু'ডানা নীল আকাশে
মর্জিদের ডাকে, সঙ্গে তুই আয় না

সেই ডাকের রেশ আজো শুনে দেখ হৃদমাঝারে
কান পেতে শুনি সৃষ্টির সেই বাজনা

মন শুনতে কি পাস না
লুকোচুরির বাহানা।

দিনে ভেজা স্বপ্নে, মেতে উঠি ছন্দে
সন্দেহ কি আছে আর
কথা যদি হয় হোক,
ভুলে গিয়ে সব ঝোঁক,
মানবো না একেবারে তো হার।

আনমনা আবছায়া,
কল্পনা সব মায়া,
সব মায়া, সব মায়া
ভাবতোনা...

অল্প তোমার কাছে, যত গল্প জমে আছে
ভেসে যায়, ভেসে যায়
কোনো ইচ্ছে নদীর পাড়ে
কে জানে কোনখানে, শুধু এসেছি সাবধানে
পড়ে যাই চিন্তায়
পথ খুঁজেছি বারেবার।

আর্জিরা আজ মেলে দু'ডানা নীল আকাশে
মর্জিদের ডাকে, সঙ্গে তুই আয় না
সেই ডাকের রেশ আজো শুনে দেখ হৃদমাঝারে
কান পেতে শুনি সৃষ্টির সেই বাজনা

মন শুনতে কি পাস না
লুকোচুরির বাহানা।
326404665953066090

TRENDING NOW

326404665953066090